সলমনের ব্যাপারে এ কী মন্তব্য মিঠুন চক্রবর্তীর? কেন বললেন এমনটা?

সলমনের ব্যাপারে এ কী মন্তব্য মিঠুন চক্রবর্তীর? কেন বললেন এমনটা?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: May 12, 2024 | 12:17 AM

সলমন খান বিয়ে করেননি। এই সত্য কারও অজানা নয়। কিন্তু তাঁর একাধিক সম্পর্কও তৈরি হয়েছে। এই নিয়ে সম্প্রতি অভিনেতা মিঠুন চক্রবর্তী বলেছেন, "সলমন কোনওদিনও বিয়ে করবে না। ও সকলকে বোকা বানায়।"

দীপিকাকে টুকলেন আলিয়া!
সম্প্রতি মেট গালায় গিয়ে সকলকে চমকে দিয়েছেন আলিয়া ভাট। এবার ফের নতুন ফটোশুটে ধরা দিলেন আলিয়া। কিন্তু সকলে বলছেন, তিনি নাকি স্বামী রণবীর কাপুরের প্রাক্তন প্রেমিকা দীপিকা পাড়ুকোনকে নকল করে ফেলেছেন। অতীতে একই লুকে ফটোশুট করেছিলেন দীপিকাও।

সলমনের ব্যাপারে এ কী মন্তব্য মিঠুনের
সলমন খান বিয়ে করেননি। এই সত্য কারও অজানা নয়। কিন্তু তাঁর একাধিক সম্পর্কও তৈরি হয়েছে। এই নিয়ে সম্প্রতি অভিনেতা মিঠুন চক্রবর্তী বলেছেন, “সলমন কোনওদিনও বিয়ে করবে না। ও সকলকে বোকা বানায়।”

প্রিয়াঙ্কার ভালবাসা
দারুণ ফ্যামিলি টাইম কাটাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। স্বামী নিক জোনাস এবং কন্যা মালতি মেরি চোপড়া জোনাসকে তিনি বলেছেন, “ওরাই আমার জীবনের পরী এবং দেবদূত।” ইনস্টাগ্রামে সাম্প্রতিক ছবি পোস্ট করে সেই কথাই লিখেছেন মিস ওয়ার্ল্ড।
সমস্যায় করিনা
আইনি সমস্যায় ফেসেছেন করিনা কাপুর খান। তিনি দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা থাকাকালীন বই লিখেছিলেন ‘করিনা কাপুর খানস প্রেগন্যান্সি বাইবেল’। বইতে বাইবেল শব্দের কারণেই শুরু হয় সমস্যা। অভিযোগ, বাইবেল শব্দের ব্যবহারের কারণে খ্রিস্টান মানুষদের ভাবাবেগে আগাত লেগেছে।

কেমন মা মালাইকা?
রাত পেরোলেই মাদার্স ডে। পুত্র আরহান খানের পডকাস্টে হাজির হয়েছিলেন মালাইকা আরোরা। তখনই মালাইকা জানিয়েছিলেন কেমন মা হতে চান তিনি। বলেছিলেন, “আমি আমার ছেলের বন্ধু হতে চাই। এমন বন্ধু যাকে সব কথা বলা যায়।”

আদৃত-কৌশাম্বীর রিসেপশন
গত ৯ মে হাওয়ার এক ব্যাঙ্কোয়েটে বসেছিল তাঁদের বিয়ের অনুষ্ঠান। গোটা মিঠাই পরিবার হাজির ছিলে সেখানে। এ দিন অনুষ্ঠিত হল আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তীর রিসেপশন। হাজির ছিলেন ইন্ডাস্ট্রির চেনামুখেরা। সাদা পোশাকে সেজেছিলেন নবদম্পতি।

এভাবে অপমান জয়ার?
‘হাম দিল দে চুকে সনম’-এর সময় ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন ঐশ্বর্যা রাই। তাঁকে পুরস্কার তুলে দিয়েছিলেন জয়া বচ্চন ও প্রীতি জিন্টা। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিয়োতে দেখা গিয়েছে, জেতার পরে ঐশ্বর্য যখন মঞ্চে বক্তৃতা রাখছিলেন, ঠিক তখনই পাশে দাঁড়িয়ে হাসছিলেন প্রীতি জিন্টা ও জয়া বচ্চন। আর তা দেখেই ভীষণ চটেছে ঐশ্বর্যার ভক্তরা।

হনিমুনে লাগামহীন প্রেম
দু’জনেই চুপচাপ। দু’জনেরই ব্যক্তিগত জীবন নিয়ে কোনও আড়ম্বর নেই। বিয়ে নিয়েও তেমন ভাবে মুখ খুলতে দেখা যায়নি সেভাবে। কথা হচ্ছে প্রশ্মিতা পাল ও অনুপম রায়ের। সম্প্রতি তুরস্কে ঘুরতে গিয়েছিলেন অনুপম রায়। সঙ্গে ছিলেন স্ত্রী প্রশ্মিতা পালও। সেখান থেকেই একগুচ্ছ ছবি শেয়ার করেছেন ওঁরা।

শোভনকে নিয়ে জোর হাসাহাসি?
সম্প্রতি ডিজাইনার অভিষেক রায়ের এক ইভেন্টে এসেছিলেন স্বস্তিকা-ইমন। সেখানে আচমকাই ক্যামেরার সামনে হেসে গড়িয়ে পড়তে দেখা যায় তাঁদের। তা দেখেই নেটিজেনদের রসিকতা, ‘প্রাক্তন শোভনকে নিয়ে হাসাহাসি করছেন নাকি দু’জনে?”

Published on: May 12, 2024 12:15 AM