Sankar Ghosh: বিসর্জনের আগে ঢাক প্রস্তুত করার কাজ করছে তৃণমূল: শঙ্কর ঘোষ

| Edited By: সোমনাথ মিত্র

Apr 26, 2025 | 1:14 PM

জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার জেরে বর্তমানে উত্তপ্ত গোটা দেশ। গোটা এলাকা এখন থমথমে, দেশবাসীর মনে বদলার আগুন। ইতিমধ্যেই ধর্মভিত্তিক বিভাজনের পরিস্থিতির টুকরো খবর শোনা যাচ্ছে বিভিন্ন প্রান্ত থেকে, তারইমাঝে বিজেপি নেতা শঙ্কর ঘোষ তৃণমূলের দিকে ছুঁড়ে দিলেন তির। বললেন, “পিপীলিকার পাখা গজায় মরিবার তরের মতো অবস্থা”, দেখুন ভিডিয়ো

জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার জেরে বর্তমানে উত্তপ্ত গোটা দেশ। গোটা এলাকা এখন থমথমে, দেশবাসীর মনে বদলার আগুন। ইতিমধ্যেই ধর্মভিত্তিক বিভাজনের পরিস্থিতির টুকরো খবর শোনা যাচ্ছে বিভিন্ন প্রান্ত থেকে, তারইমাঝে বিজেপি নেতা শঙ্কর ঘোষ তৃণমূলের দিকে ছুঁড়ে দিলেন তির। বললেন, “পিপীলিকার পাখা গজায় মরিবার তরের মতো অবস্থা”, দেখুন ভিডিয়ো

Published on: Apr 26, 2025 01:14 PM