AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR ফর্ম ফিল-আপ করা শেখাতে গিয়ে কী হল বিজেপির বুথ প্রেসিডেন্টের, দেখুন

SIR ফর্ম ফিল-আপ করা শেখাতে গিয়ে কী হল বিজেপির বুথ প্রেসিডেন্টের, দেখুন

Souvik Sarkar

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Updated on: Nov 07, 2025 | 1:43 PM

Share

SIR: এসআইআর(SIR)-র ফর্ম কীভাবে ফিলআপ করবেন, তা নিয়ে বোঝান। তিনি যখন মহেশতলায় তাঁর বাড়ি ফিরছিলেন, সেই সময় মেলাঘাটা রেল লাইনের ধারে ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের লোকজন তাঁকে রাস্তার মধ্যে ফেলে বেধড়ক মারধর করে, মাথা রাস্তায় ঠুকে দেয়।

এসআইআর কোনও ভয়ের বিষয় নয়, এই কথা বোঝাতে গিয়ে আক্রান্ত মহেশতলা পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বিজেপির বুথ প্রেসিডেন্ট সুপ্রিয়া মন্ডল। বিজেপি সূত্র থেকে খবর,  বিএলএ-২ অসুস্থতার কারণে অনুপস্থিত ছিলেন। বিএলও-র অনুমতি নিয়েই ১৮ নম্বর ওয়ার্ড মহেশতলার ১০৩ নম্বর বুথের প্রেসিডেন্ট মানুষকে বিএলএ-২ এর সহায়ক হিসেবে এসআইআর নিয়ে বোঝাচ্ছিলেন। এসআইআর(SIR)-র ফর্ম কীভাবে ফিলআপ করবেন, তা নিয়ে বোঝান। তিনি যখন মহেশতলায় তাঁর বাড়ি ফিরছিলেন, সেই সময় মেলাঘাটা রেল লাইনের ধারে ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের লোকজন তাঁকে রাস্তার মধ্যে ফেলে বেধড়ক মারধর করে, মাথা রাস্তায় ঠুকে দেয়। হাত মুচড়ে দেয়, চুলের মুঠি ধরে মারধর করে বলেও অভিযোগ। ৫-৬ জন মিলে বেধড়ক মারধর করে। মহেশতলা থানায় তিনি অভিযোগ করেন। সেখান থেকে তাঁকে বিদ্যাসাগর হসপিটালে পাঠানো হয় চিকিৎসার জন্য। বিদ্যাসাগর হাসপাতালে তাঁর সিটি স্ক্যান হয়েছে। যেহেতু দুবার তাঁর বমি হয়েছে এবং মাথায় আঘাত রয়েছে, তাই বিদ্যাসাগর হাসপাতাল থেকে তাঁকে এসএসকেএম-এ স্থানান্তরিত করা হয়।