Birbhum: ‘আর জীবনে RSS-BJP পার্টি করবি?’, রিন্টু ঘিরল অনেকে, দেখুন…
ভিডিয়োতে দেখা যাচ্ছে, সেই যুবককে হাত জোড় করে বলতে বাধ্য করা হচ্ছে। ক্যামেরার অপরপ্রান্তে থাকা এক যুবককে বলতে শোনা যাচ্ছে,"আর জীবনে RSS-BJP পার্টি করবি?” তিনি হাতজোড় করে বলছেন, "আমি জীবনে আর RSS করব না, বিজেপি করব না।"
বীরভূমের বাসিন্দা রিন্টু পাল। তাঁকে ঘিরে রেখেছেন জনা পঁচেশেক। তারপর চিৎকার করে বলছেন, বিজেপি-RSS করলে ভবিষ্যতে ফল খারাপ হবে। বীরভূমের নানুরের এই ভিডিয়ো ঘিরে শোরগোল। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। ভিডিয়োতে দেখা যাচ্ছে, সেই যুবককে হাত জোড় করে বলতে বাধ্য করা হচ্ছে। ক্যামেরার অপরপ্রান্তে থাকা এক যুবককে বলতে শোনা যাচ্ছে,”আর জীবনে RSS-BJP পার্টি করবি?” তিনি হাতজোড় করে বলছেন, “আমি জীবনে আর RSS করব না, বিজেপি করব না।”
Published on: Jan 19, 2026 07:47 PM
