AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Swarupnagar: BDO অফিসে তুমুল ধাক্কাধাক্কি, SIR নিয়ে উত্তপ্ত স্বরূপনগর

Swarupnagar: BDO অফিসে তুমুল ধাক্কাধাক্কি, SIR নিয়ে উত্তপ্ত স্বরূপনগর

Dipankar Das

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Updated on: Jan 21, 2026 | 7:07 PM

Share

North 24 pargana: পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চেষ্টা করলে বিক্ষোভকারীদের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন কর্মীরা। দীর্ঘক্ষণ এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। শেষে বিশৃঙ্খলা ও হয়রানি বন্ধের দাবিতে বিডিও-কে ডেপুটেশন জমা দেওয়া হয়। পরবর্তীতে পরিস্থিতির নিয়ন্ত্রণে স্বরূপনগর থানার পুলিশ।

রণক্ষেত্র বিডিও (BDO) অফিস। SIR ইস্যুতে গেটের সামনে আগুন জ্বালিয়ে তৃণমূলের বিক্ষোভে তুলকালাম। বিডিও অফিসের মূল গেট ভেঙে সরকারি কর্মীদের ধাক্কা তৃণমূল নেতা কর্মী সমর্থকদের।উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে ভোটার তালিকা সংশোধন (SIR) ঘিরে চরম উত্তেজনা ছড়াল। সাধারণ মানুষের হয়রানি ও মৃত্যুর প্রতিবাদে বিডিও অফিসের মূল গেটে আগুন জ্বালিয়ে বিক্ষোভে ফেটে পড়েন শত-শত তৃণমূল কর্মী-সমর্থক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চেষ্টা করলে বিক্ষোভকারীদের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন কর্মীরা। দীর্ঘক্ষণ এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। শেষে বিশৃঙ্খলা ও হয়রানি বন্ধের দাবিতে বিডিও-কে ডেপুটেশন জমা দেওয়া হয়। পরবর্তীতে পরিস্থিতির নিয়ন্ত্রণে স্বরূপনগর থানার পুলিশ।