Salman Khan: দক্ষিণী অভিনেত্রীর মন জুড়ে শুধুই সলমন, কে তিনি জানেন?
শাহরুখ খানের সঙ্গে তাঁর রসায়ন মন ভরিয়েছিল বলিউডের। ‘জওয়ান’ ছবিতে দীপিকা পাড়ুকোনের উপস্থিতি সত্ত্বেও আলাদা করে নজর কেড়েছিলেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। কিন্তু, দক্ষিণী অভিনেত্রীর মন জুড়ে রয়েছেন অন্য কেউ। তিনি সলমন খান। সম্প্রতি সমাজমাধ্যমে তিনি প্রকাশ করেছেন তাঁর ভালবাসার কথা।
সলমনের প্রেমে বুঁদ
শাহরুখ খানের সঙ্গে তাঁর রসায়ন মন ভরিয়েছিল বলিউডের। ‘জওয়ান’ ছবিতে দীপিকা পাড়ুকোনের উপস্থিতি সত্ত্বেও আলাদা করে নজর কেড়েছিলেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। কিন্তু, দক্ষিণী অভিনেত্রীর মন জুড়ে রয়েছেন অন্য কেউ। তিনি সলমন খান। সম্প্রতি সমাজমাধ্যমে তিনি প্রকাশ করেছেন তাঁর ভালবাসার কথা।
কাজে ফিরলেন রাহুল
সোমবার রাতেই ফেডারেশন (ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইর্স্টার্ন ইন্ডিয়া) তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিল। সেই মতো, মঙ্গলবার সকাল থেকে এসভিএফ-এর পুজোর ছবির শুটিং শুরু হল। লোকেশন সেই টেকনিশিয়ান স্টুডিয়ো, পরিচালকের আসনে রাহুল মুখোপাধ্যায়।
শান্ত খান আসলে কে?
অশান্ত বাংলাদেশ। মৃত্যু হয়েছে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম খান ও তাঁর শান্ত খান। শান্ত বাংলাদেশি চলচ্চিত্রে ডেবিউ করেন ২০১৯ সালে। উত্তম আকাশ পরিচালিত ‘প্রেম চোর’ ছবির মধ্যে দিয়ে ডেবিউ হয় অভিনেতার। তাঁর বাবা সেলিম খান যিনি নিজেও গণপিটুনিতে নিহত হয়েছেন তিনি ছিলেন বাংলাদেশের বিখ্যাত প্রযোজনা সংস্থা শাপলার মালিক।
এ কী বললেন কাঞ্চন?
স্ত্রী শ্রীময়ী চট্টোরাজের প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা কাঞ্চন মল্লিক। বললেন, সত্যি আমি ভাগ্যবান। এমনটা একটা সময় শ্রীময়ী আমার পাশে ছিল, আমি ধূমপান করতাম, মদ্যপান করতাম, সেখান থেকে আমি এখন ধূমপান করি না, মদ্যপান করি না, এটার জন্য আমার যদি ২৫ শতাংশ অবদান থাকে, ওর ৭৫ শতাংশ আছে।
মিমির উপদেশ
সোশ্যাল মিডিয়ায় কেরিয়ার, জীবন নিয়ে এবার এক কঠিন সত্যি সামনে আনলেন মিমি চক্রবর্তী। বললেন, দিনের শেষে কেউ জানবে না, আপনি কতটা পরিশ্রম করেছেন লক্ষ্যে পৌঁছতে, কতটা আত্মত্যাগ করেছেন কেউ জানবে না। তাই যাই করবেন, নিজের জন্য করবেন।
কাজল-ইব্রাহিমের কাজ
সইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খান এবার বড়পর্দায়। কাজলের সঙ্গে ডেবিউ হচ্ছে তাঁর। সেই প্রসঙ্গেই কাজল বললেন, বেশ ভাল। ছবির কাজ শেষ। এখন দেখার বিনোদন জগতে পাতৌদি লেগাসি ধরে রাখতে পারেন কি না সইফ পুত্র।
সিঁদুর নিয়ে ঋষির পোস্ট
মহিলাদের সিঁথিতে সিঁদুর পরা নিয়ে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন অভিনেতা ঋষি কৌশিক। তিনি লিখেছেন, ” একজন পুরুষ যদি তাঁর স্ত্রীকে সিঁদুর পরতে বলেন আর এই কারণে পুরুষটিকে যদি বলা হয় তিনি এখনও আধুনিক হতে শেখেননি। তা হলে আমাদের যে সকল মা-বোনেরা ভক্তিভরে সিঁদুর পরে, তাঁরা কি আধুনিক নন?” মহিলারা মন্তব্য করে লিখেছেন, “একজনের চিন্তাভাবনা আর-একজনের সঙ্গে নাও মিলতে পারে। কিন্তু তার জন্য কাউকে অসম্মান না করাই ভাল…।”
রুকমাকে ‘কাছের মানুষ’ বললেন রাহুল
ফেসবুকে তিনটি ছবি শেয়ার করে অভিনেত্রী রুকমা রায়কে ‘কাছের মানুষ’ বললেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই তাঁদের ভালবাসায় ভরিয়ে দিচ্ছেন নেটিজ়েনরা। তাঁদের ফের একসঙ্গে দেখে নেটিজ়েনদের হ্যাশট্যাগ ‘রারুক’-এর কথাও মনে পড়ে যাচ্ছে।
বাংলাদেশের সঙ্গে অনন্যার যোগ
বাংলাদেশ উত্তাল। তারই মধ্যে ভাইরাল বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডের বাংলাদেশ যোগ। কেরিয়ারের পাঁচ বছর ওপারের ছবিতেই অভিনয় করেন তিনি। ছিলেন বাংলাদেশের সুপারস্টার। ওদেশেই হানিমুন করতে গিয়েছিলেন চাঙ্কি। স্ত্রী ভাবনা পান্ডে অন্তঃসত্ত্বা হন সেখানেই। জন্ম হয় অনন্যার।