Space News: জল এল অন্য গ্রহ থেকে?
পৃথিবীর ৩ ভাগ জল। কিন্তু কোথা থেকে এল জল? বিজ্ঞানীদের দীর্ঘদিনের জিজ্ঞাসা। পৃথিবীতে প্রাণের স্পন্দনের অন্যতম শর্ত জল। পৃথিবীর ৭১% জল এল কোথা থেকে? পৃথিবীর জলের উৎসের খোঁজ নিয়ে অনেক গবেষণা হয়েছে। কিছু তত্ত্ব বলছে গ্রহাণু থেকে জলের আবির্ভাব।
পৃথিবীর ৩ ভাগ জল। কিন্তু কোথা থেকে এল জল? বিজ্ঞানীদের দীর্ঘদিনের জিজ্ঞাসা। পৃথিবীতে প্রাণের স্পন্দনের অন্যতম শর্ত জল। পৃথিবীর ৭১% জল এল কোথা থেকে? পৃথিবীর জলের উৎসের খোঁজ নিয়ে অনেক গবেষণা হয়েছে। কিছু তত্ত্ব বলছে গ্রহাণু থেকে জলের আবির্ভাব। আবার কিছু বৈজ্ঞানিক তত্ত্ব বলছে ভূপৃষ্ঠেই তৈরি হয়েছে জল। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির বিজ্ঞানীরা বলছেন। পৃথিবীর শুরুতে শুকনো ও পাথুরে ছিল। তারপর এসেছে জল। ১৫% জল ছিল তখন পৃথিবীতে । বিজ্ঞানীদের মত পৃথিবীর শুরুর তথ্য দিতে পারে পৃথিবীর কেন্দ্রের ম্যাগমা স্তর। এছাড়াও মহাকাশ গবেষণাও পৃথিবীতে জলের আগমনের কারণের হদিশ দিতে পারে। মহাকাশের অন্যান্য গ্রহের মাটি ও পাথরের বিশ্লেষণ পৃথিবীতে জলের উৎসের ধারনা দিতে পারে।
Latest Videos