Subodh Singh Beur Jail, Bihar: ডাকাতি হোক বা রাজনৈতিক খুন, সব অপরাধের মাস্টারমাইন্ড সুবোধই!

Subodh Singh Beur Jail, Bihar: গত কয়েক দিন থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে। তদন্তে পুলিশ জেনেছে এই সব অপরাধের মাস্টার মাইন্ড একজনই। বিহারের কুখ্যাত বেউর জেলে বসে সবটা নিয়ন্ত্রণ করছে সুবোধ সিং। কিন্তু শুধু কী ডাকাতি? প্রশ্ন উঠতে শুরু করেছে, বাংলার অপরাধ মানচিত্র কী বিহার থেকে নিয়ন্ত্রিত হচ্ছে?

Subodh Singh Beur Jail, Bihar: ডাকাতি হোক বা রাজনৈতিক খুন, সব অপরাধের মাস্টারমাইন্ড সুবোধই!
| Edited By: | Updated on: Jun 19, 2024 | 8:55 PM

গত কয়েক দিন থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে। তদন্তে পুলিশ জেনেছে এই সব অপরাধের মাস্টার মাইন্ড একজনই। বিহারের কুখ্যাত বেউর জেলে বসে সবটা নিয়ন্ত্রণ করছে সুবোধ সিং। কিন্তু শুধু কী ডাকাতি? প্রশ্ন উঠতে শুরু করেছে, বাংলার অপরাধ মানচিত্র কী বিহার থেকে নিয়ন্ত্রিত হচ্ছে?

সুবোধ সিংয়ের কর্মকাণ্ড থেকে একটা বিষয় পরিস্কার। কোনও নির্দিষ্ট একজন ব্যক্তি বা নির্দিষ্ট কোনও সংগঠনের হয়ে কাজ করে না সুবোধ সিংয়ের গ্যাং। যে টাকা দেবে, সুবোধ সিং তার হয়েই কাজ করবে। টাকার কাছে কোনও বাছ-বিচার সে করে না। যে টাকা দেবে, সুবোধ তার আপন।টাকা পেলে কোনও কাজ তার কাছে ছোট নয়। আর সুবোধের এই পেশাদার মানসিকতাই তাকে বেজাত বাদশা করে তুলছে দেশের অপরাধ মানচিত্রে।

বাংলা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র, ছত্তিসগড়, মধ্যপ্রদেশের মত সাত সাতটি রাজ্যে ডাকাতির নেটওয়ার্ক চালায় সুবোধ সিং ওরফে দিলীপ সিং। ডাকাত দলের সর্দার। জেলে বসে সে পরিকল্পনা করে। আর সেটাকে জেলের বাইরে থেকে নিঁখুত ভাবে রূপায়ণ করে তার দল।

Follow Us: