সেকুলার সেজে হিন্দুদের বাঁশ দিচ্ছে তৃণমূল: সুকান্ত মজুমদার
Sukanta Majumder: সুকান্ত বলেন, “ভাইপো বলছেন, আপনাদের জানিয়ে রাখি, ভাইপো কিন্তু ১২ পাশ! আবার উনিই বলছেন, বিজেপি নাকি পাতাখোর, নেশাখোররা করে। আমাদের বাংলায় ১৩০০ মণ্ডল রয়েছে। আমাদের ৭০ শতাংশ মণ্ডল সভাপতি গ্র্যাজুয়েট।"
যাঁরা বিজেপি করেন, তাঁদের অধিকাংশই নাকি মাতাল, পাতাখোর। শনিবার বাঁকুড়ার সভা থেকে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক দাবি করেন। অভিষেক বলেন, “কোনও ভদ্রলোক, ভাল লোক, শিক্ষিত লোক, মার্জিত লোক, সভ্য লোক বিজেপি করে না। যত মদ্যপ, মাতাল, পাতাখোর, দুনম্বরি, চোর, চিটিংবাজ, গাঁজাখোর, সব ভারতীয় জনতা পার্টিতে।”
স্বাভাবিকভাবেই এই নিয়ে বিজেপি মহলে বিতর্কের ঝড় ওঠে। রবিবারই ময়নাগুড়িতে সভা করেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তিনি অভিষেকের বক্তব্য প্রসঙ্গে জবাবও দেন। সুকান্ত বলেন, “ভাইপো বলছেন, আপনাদের জানিয়ে রাখি, ভাইপো কিন্তু ১২ পাশ! আবার উনিই বলছেন, বিজেপি নাকি পাতাখোর, নেশাখোররা করে। আমাদের বাংলায় ১৩০০ মণ্ডল রয়েছে। আমাদের ৭০ শতাংশ মণ্ডল সভাপতি গ্র্যাজুয়েট। ডাক্তারবাবু জয়ন্ত রায় বিজেপি করেন, আমাদের প্রত্যেক নেতা দেশের প্রতি নিষ্ঠার প্রমাণ রেখেছেন।”