FIFA World Cup 2022: পেনাল্টি শ্যুট আউটে বিশ্বজয় করবে মেসির আর্জেন্টিনা!
সুপারকম্পিউটারের অনুমান নির্ধারিত সময়ে মীমাংসা হবে না ম্যাচের। ম্যাচ গড়াবে পেনাল্টি শ্যুট আউটে।
দোহায় কে জিতবে এবারের বিশ্বকাপ ? সুপারকম্পিউটার বলছে ফাইনালে আর্জেন্টিনা দাপিয়ে বেড়াবে পর্তুগাল ডিফেন্সে এবং দোহায় শেষ হাসি হাসবেন লিও মেসি। যদিও সুপারকম্পিউটারের অনুমান নির্ধারিত সময়ে মীমাংসা হবে না ম্যাচের। ম্যাচ গড়াবে পেনাল্টি শ্যুট আউটে। রোনাল্ডোর চোখে জল এনে বিশ্বজয় করবে লিওনেল মেসির আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়ন হবে আলবিসেলেস্তেরা।