FIFA World Cup 2022: VAR প্রযুক্তির ‘আপডেট’, বিশ্বকাপে এবার প্রয়োগ থ্রিডি টেকনোলজি

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Nov 18, 2022 | 6:09 PM

ভিএআর বা ভার প্রযুক্তির সঙ্গে দর্শকরা আগে থেকেই পরিচিত। এবার ভার দেখা যাবে আরও আপডেটেড ফর্মে।

রেফারির চোখকে ফাঁকি দিলেও VAR-এর হাত থেকে নিস্তার পাওয়া কঠিন। ভিএআর হল এক অত্য়াধুনিক যন্ত্র যার সাহায্য়ে খেলার পুঙ্খানুপুঙ্খ ঘটনা নিমেষে ধরে ফেলা যায়। ভিএআর বা ভার প্রযুক্তির সঙ্গে দর্শকরা আগে থেকেই পরিচিত। এবার ভার দেখা যাবে আরও আপডেটেড ফর্মে। কীরকম?দেখে নেওয়া যাক এক নজরে।

সব নিয়ম মেনে অফসাইড, ফাউল, হ্যান্ডবল, সমস্ত গোলের বৈধতা পরীক্ষা পুঙ্খানুপুঙ্খ ভাবে বিশ্লেষণ করা হবে। এছাড়াও পেনাল্টির আবেদন হলে তারও বৈধতা পরীক্ষা করে দেখা হবে। সরাসরি লাল কার্ড দেখিয়ে দেওয়া হবে। কোনওরকম পুনরাবৃত্তি হবে না। ইউনিভার্সিটি অফ ভিক্টোরিয়া, এম আই টি এবং জুরিখ বিশ্ববিদ্যালয়ের টিমের সম্মিলিত প্রচেষ্টায় এই প্রযুক্তি আরও আধুনিক হচ্ছে। কাতারে আর কী কী থাকছে ভার প্রযুক্তিতে? জেনে নিন TV9 Bangla-র এই ভিডিয়ো প্রতিবেদনে।