FIFA World Cup 2022: কাতার বিশ্বকাপে হরিণঘাটার মাংস

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 18, 2022 | 6:39 PM

ভারতের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গ (West Bengal) থেকেই ছাগল ও ভেড়ার মাংস যাবে বিদেশ এবং কাতারে (Qatar)।

ভারতের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গ (West Bengal) থেকেই ছাগল ও ভেড়ার মাংস যাবে বিদেশ এবং কাতারে (Qatar)। মাংস যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2022) আসরে। এই লক্ষ্যে ঢেলে সাজানো হচ্ছে হরিণঘাটা। প্রতি বছর ১০ হাজার মেট্রিক টন হিসেবে মাংস বিদেশে রপ্তানি হবে। তার থেকে ৪৫০ কোটি টাকা আসবে। এই ভাবে ৬০ মিলিয়ন ডলার বিদেশি মুদ্রা আসবে দেশে। হরিণঘাটায় (Haringhata) বিশেষজ্ঞের দল এসে যে কারণে বার বার পরীক্ষা করেছে। যে সংস্থার মাধ্যমে বিশ্বের আঙিনায় যাচ্ছে বাংলার মাংস, তাদের সঙ্গে কথা চলছিল অনেকদিন থেকেই। কাতার বিশ্বকাপ কাকতালীয় ভাবে চলে আসে গোটা ঘটনার মধ্যে। তাই কাতারে যাঁরা যাচ্ছেন বিশ্বকাপে, মাংস খাচ্ছেন এই বাংলারই।

Published on: Nov 18, 2022 06:39 PM