FIFA World Cup 2022: ৩ কীর্তির সামনে মেসি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 18, 2022 | 7:28 PM

কাতার বিশ্বকাপে তাই এক ফুটবল মাহেন্দ্রক্ষণের সামনে দাঁড়িয়ে লিওনেল মেসি।

লিওনেল মেসি (Lionel Messi)। পেশাদার ফুটবল জীবনের প্রায় পুরোটাই কেটেছে বার্সেলোনায়। মোট ৩৩টি শিরোপা অর্জন করেছেন মেসি। যা ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ। লা লিগায় সর্বাধিক গোল। ক্লাব ও দেশ মিলিয়ে এখনও পর্যন্ত মেসি মোট ৯৯২ টি ম্যাচ খেলেছেন। কাতার বিশ্বকাপে তাই এক ফুটবল মাহেন্দ্রক্ষণের সামনে দাঁড়িয়ে লিওনেল মেসি। এই বিশ্বকাপেই হতে পারে মেসির কেরিয়ারের হাজারতম ম্যাচ। আর্জেন্টিনা যদি ফাইনালে পৌঁছয়, তবে মেসির দেশকে বিশ্বকাপে খেলতে হবে মোট ৭ টি ম্যাচ।

এক হাজার ম্যাচের মাইলস্টোন ছোঁয়াই নয়, আরও একটি রেকর্ড গড়তে চলেছেন মেসি। অ্যান্তোনিও কারভাহাল, জিয়ানলুইগি বুফোঁ এবং লোথার ম্যাথাউজদের মতো পাঁচটি বিশ্বকাপে খেলার কীর্তি গড়বেন মেসি। আরও এক রেকর্ড ছোঁবেন মেসি। কাতার বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত যদি মেসি খেলেন,তবে ভাঙবেন লোথার ম্যাথাউজের রেকর্ড। লোথার ম্যাথাউজ বিশ্বকাপে খেলেছেন ২৫টি ম্যাচ। কাতার বিশ্বকাপের ফাইনালে খেললে মেসি খেলবেন বিশ্বকাপে ২৬টি ম্যাচ। তবে এ বারের বিশ্বকাপ কি ছিনিয়ে আনতে পারবে আর্জেন্টিনা? মরুদেশে হবে মেসি ম্যাজিক? সব রেকর্ড ভেঙে মেসিই হবে সেরার সেরা?

Published on: Nov 18, 2022 07:24 PM