Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ram Mandir Inauguration News: অযোধ্যায় কেন মহাকাব্যিক চরিত্ররা হাঁটলেন?

Ram Mandir Inauguration News: অযোধ্যায় কেন মহাকাব্যিক চরিত্ররা হাঁটলেন?

rahul Sadhukhan

|

Updated on: Jan 20, 2024 | 1:26 PM

আটের দশকে টেলিভিশনে চোখ রাখতেন তাঁদের কাছে প্রতিটি রবিবারের সকাল রামায়ণময় হয়ে থাকত। জনপ্রিয় সেই ধারাবাহিকের আকর্ষণে রাস্তাঘাট শুনশান হয়ে যেত। পর্দার রাম-লক্ষ্মণরা কেন হাজির রামভূমে?

কি দেখে চিনতে পারছেন? মাঝে ব্যবধান প্রায় ৩৮ টি বছর। তবু এই ত্রয়ীর মুখ দেখলে এক লহমায় টাইম মেশিনে চেপে প্রায় স্মৃতি হাঁটে অতীতে। যারা ৮ এর দশকে টেলিভিশনে চোখ রাখতেন তাঁদের কাছে প্রতিটি রবিবারের সকাল রামায়ণময় হয়ে থাকত। জনপ্রিয় সেই ধারাবাহিকের আকর্ষণে রাস্তাঘাট শুনশান হয়ে যেত।

মহাকাব্যিক সেই চরিত্ররা এবার হাঁটলেন অযোধ্যার রাজপথে। দীর্ঘ প্রতীক্ষার পর অযোধ্যায় ২২ শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠানে একাধিক তারকা এবং ভিভিআইপিদের আমন্ত্রণ জানানো হয়েছে। এরই মধ্যে অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হাজির হলেন রামায়ণ টেলিভিশন সিরিয়ালের তিন তারকা। রাম লক্ষ্মণ ও সীতা।

১৯৮৬-৮৭ র টেলিভিশন সিরিয়াল রামায়ণ। শ্রী রামচন্দ্রের ভূমিকায় ছিলেন অরুণ গোভিল। সীতার ভূমিকায় ছিলেন দীপিকা চিখলিয়া। লক্ষ্মণের ভূমিকায় অভিনয় করেন সুনীল লাহিড়ি। জনপ্রিয় এই টেলিভিশন শোয়ের পরিচালক ছিলেন রামানন্দ সাগর।

অযোধ্যায় রামায়ণের ত্রয়ী হাজির হলেন চিরাচরিত ভারতীয় পোশাকে। আটের দশকের জনপ্রিয় ধারাবাহিক রামায়ণ আপামর ভারতীয়দের কাছে এক স্মরণীয় অভিজ্ঞতা। হাতের কাছেই রাম, লক্ষ্মণ ও সীতাকে দেখে পেয়ে তাদের ভক্তদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। গেরুয়া পাঞ্জাবি পরিহিত অরুণ গোভিল ও সুনীল লাহিড়ি। আর লাল শাড়িতে দীপিকা। রাজপথেই তাদেরকে ঘিরে শুরু হয় মহিলাদের নাচ।