East Burdwan: ক্লাস সিক্সের ছাত্রীকে ‘ব্যাড টাচ’ শিক্ষকের, পুলিশ যা করল

| Edited By: সোমনাথ মিত্র

Apr 12, 2025 | 4:20 PM

ক্লাস সিক্সের ছাত্রীকে ক্রমাগত ‘ব্যাড টাচ’ শিক্ষকের, ঘটনা পূর্ব বর্ধমানের। বার বার প্রধান শিক্ষককে কোনো উপযুক্ত ব্যবস্থা নিতে বলা হলেও তিনি কিছুই বলেননি। শেষমেষ পুলিশের হাতে দেওয়া হয় অভিযুক্ত শিক্ষককে। শিক্ষকের বক্তব্য, “মাস্টারমশাই অভিভাবকের মতো, আমি শাসন‌ও করেছি, ভালোবাসতেও চেয়েছি।” দেখুন ভিডিয়ো

ক্লাস সিক্সের ছাত্রীকে ক্রমাগত ‘ব্যাড টাচ’ শিক্ষকের, ঘটনা পূর্ব বর্ধমানের। বার বার প্রধান শিক্ষককে কোনো উপযুক্ত ব্যবস্থা নিতে বলা হলেও তিনি কিছুই বলেননি। শেষমেষ পুলিশের হাতে দেওয়া হয় অভিযুক্ত শিক্ষককে।
শিক্ষকের বক্তব্য, “মাস্টারমশাই অভিভাবকের মতো, আমি শাসন‌ও করেছি, ভালোবাসতেও চেয়েছি।” দেখুন ভিডিয়ো