Wiener Zeitung: বন্ধ হয়ে গেল বিশ্বের প্রাচীনতম খবরের কাগজ
পৃথিবীর প্রাচীনতম খবরের কাগজ বন্ধ হয়ে গেল। খবরের কাগজটির নাম ‘উইনার জেইতুং’। ১৭০৩ সালের ৮ অগস্ট এই সংবাদপত্রটি প্রকাশিত হয়েছিল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে।
পৃথিবীর প্রাচীনতম খবরের কাগজ বন্ধ হয়ে গেল। খবরের কাগজটির নাম ‘উইনার জেইতুং’। ১৭০৩ সালের ৮ অগস্ট এই সংবাদপত্রটি প্রকাশিত হয়েছিল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে। এই সংবাদপত্রটির লক্ষ্য ছিল খুব সহজ করে খবর পরিবেশন করা। ৩২০ বছর পর, উইনার জেইতুং সংবাদপত্রটির শেষ সংস্করণ প্রকাশিত হয়েছিল ৩০ জুন। আর্থিক সমস্যার জন্য উইনার জেইতুং সংবাদপত্রটি বন্ধ হয়ে যায়।
এই সংবাদপত্রের ঐতিহ্যকে প্রথম পাতায় তুলে ধরা হয়েছিল । প্রথমে উইনার জেইতুং সংবাদপত্রটির নাম ছিল ‘উইনেরিশেস ডায়েরিয়াম’।
এই সংবাদপত্রে দেশ-বিদেশের খবর থেকে ব্যবসায়িক জগতের খবর প্রকাশ করা হত। অস্ট্রিয়ায় একটি বাণিজ্যিক আইন পাল্টানোর জন্য এই সংবাদপত্রটি আর্থিক সমস্যায় পড়েছিল। এই সংবাদপত্রটি প্রথমে ৬২ জন কর্মীকে ছাঁটাই করেছিল। তারপরেও ২০ জন কর্মীকে ছাঁটাই করা হয়েছিল সম্পাদকীয় বিভাগ থেকে। কিন্তু তাও শেষরক্ষা করা গেল না এই উইনার জেইতুং সংবাদপত্রটিকে।