Bangladesh News: ছাত্র ও জনতার উপর গুলি করার কোনও নির্দেশ ছিল না: ওবাইদুল
আজ টিভি ৯ বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই নিয়েই মুখ খুলেছেন আওয়ামী লিগের শীর্ষ নেতা ওবাইদুল কাদের। সাজা শোনার পর দৃপ্ত কণ্ঠে মুজিব কন্যা নাকি জানিয়েছিলেন, এই ফাঁসির সাজাকে তিনি পাত্তাই দেন না। ওবাইদুল বলেন, "ছাত্র ও জনতার উপর গুলি করার কোনও নির্দেশ ছিল না।"
রায় যে এমন হতে পারে সে খবর ছিল। সবটাই যে পূর্বপরিকল্পিত তাও জানতেন তাঁরা। আর তাই ফাঁসির সাজা নিয়ে চিন্তিতই নন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ টিভি ৯ বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই নিয়েই মুখ খুলেছেন আওয়ামী লিগের শীর্ষ নেতা ওবাইদুল কাদের। সাজা শোনার পর দৃপ্ত কণ্ঠে মুজিব কন্যা নাকি জানিয়েছিলেন, এই ফাঁসির সাজাকে তিনি পাত্তাই দেন না। ওবাইদুল বলেন, “ছাত্র ও জনতার উপর গুলি করার কোনও নির্দেশ ছিল না।”
