Portable AC: এবার বিদ্যুৎ ছাড়াই ঘর ঠান্ডা থাকবে

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

May 01, 2023 | 1:21 PM

LaoTzi পোর্টেবল এসিটি যেকোনও জায়গায় ইচ্ছা মতো নিয়ে যাওয়া যায়। আপনি এটি ৭টি ভিন্ন রং-এ পাবেন। এমনকি এটিকে ঘুমানোর সময় নাইট ল্যাম্প হিসেবেও ব্যবহার করতে পারেন। এই মিনি এসিতে কী-কী ফিচার রয়েছে। LaoTzi পোর্টেবল এয়ার কন্ডিশনারে ৩টি মোড পাওয়া যায়। আপনি আপনার মতে ফ্যানের গতি সামঞ্জস্য করতে পারেন। গরমে এটি ঘরকে একদম ঠান্ডা রাখে

গরম দিন দিন বেড়েই চলেছে। এদিকে কুলারের তুলনায় এসি অনেক বেশি দামী। আপনি অনেক কম দামে একটি পোর্টেবল এসি কিনতে পারবেন। কিন্তু তার জন্য কোনও বিদ্যুত লাগবে না। ফলে আপনি বিরাট একটি বিদ্যুতের বিল থেকে রেহাই পাবেন। LaoTzi পোর্টেবল এসিটি যেকোনও জায়গায় ইচ্ছা মতো নিয়ে যাওয়া যায়। আপনি এটি ৭টি ভিন্ন রং-এ পাবেন। এমনকি এটিকে ঘুমানোর সময় নাইট ল্যাম্প হিসেবেও ব্যবহার করতে পারেন। এই মিনি এসিতে কী-কী ফিচার রয়েছে। LaoTzi পোর্টেবল এয়ার কন্ডিশনারে ৩টি মোড পাওয়া যায়। আপনি আপনার মতে ফ্যানের গতি সামঞ্জস্য করতে পারেন। গরমে এটি ঘরকে একদম ঠান্ডা রাখে। এটিতে একটি ৩০০ML জলের ট্যাঙ্ক রয়েছে, যা আপনাকে ৪ থেকে ৫ ঘন্টা ঠান্ডা হাওয়া দেবে। LaoTzi পোর্টেবল এয়ার কন্ডিশনারে একটি ৪০০০mAh শক্তিশালী ব্যাটারি রয়েছে। এটি সম্পূর্ণ চার্জে ৪ থেকে ৫ ঘন্টা চালাতে পারবেন। আপনি এটিকে একবার চার্জ করবেন,তারপরে যদি পাওয়ার কাটও হয়ে যায়,তাতে চিন্তার কোনও বিষয় নেই। এটি Amazon থেকে ১১,৫০২ টাকায় কিনতে পারবেন। যদি ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করেন,তাহলে আপনি ১,৭৫০ টাকা ছাড় পাবেন। এরপর পোর্টেবল এসির দাম পড়বে ৯,৭৫২ টাকা।