Asit Mazumdar Video: ‘এই এটা কে দেখতো…মার না মার’, অসিত বলতেই SIR-এর ফর্ম কেড়ে নিলেন TMC কর্মীরা, ভিডিয়ো দেখুন
Hooghly: বে ইতিমধ্যে টিভি ৯ বাংলার ক্যামেরায় ধরা পড়েছে একটি ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে, অসিত নিজে বলছেন, 'ওটা কে....মার...মার...।' তারপরই দেখা গেল একদল তৃণমূল কর্মী ধাক্কাধাক্কি করে বের করে দিলেন ওই ব্যক্তিকে।
শুনানির সময় একবার বাধা দিয়ে শুনানি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছিল চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধে। আর এবার সেই অসিতের সামনেই তুমুল উত্তেজনা মহকুমা শাসকের দফতরে। অভিযোগ, বিধায়কের সামনেই ফর্ম ৭ ছিঁড়ে ফেললেন তৃণমূল কর্মীদের একাংশ। যদিও, অসিত বললেন, তিনি কিছুই দেখতে পাননি। তবে ইতিমধ্যে টিভি ৯ বাংলার ক্যামেরায় ধরা পড়েছে একটি ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে, অসিত নিজে বলছেন, ‘ওটা কে….মার…মার…।’ তারপরই দেখা গেল একদল তৃণমূল কর্মী ধাক্কাধাক্কি করে বের করে দিলেন ওই ব্যক্তিকে।