Humayun Kabir: বাবরি মসজিদ হবেই, হুঙ্কার হুমায়ুনের! তৃণমূলকে কীসের মূল্য চোকাতে হবে?
Humayun Kabir-TMC: তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করা হল হুমায়ুন কবীরকে। দলবিরোধী কার্যকলাপের জন্য সাসপেন্ড করা হল তাঁকে। ততক্ষণে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থলে পৌঁছে গিয়েছিলেন হুমায়ুন। সাসপেনশনের খবর শুনেই ক্ষুব্ধ হয়ে গটগট করে বেরিয়ে যান।
তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করা হল হুমায়ুন কবীরকে। দলবিরোধী কার্যকলাপের জন্য সাসপেন্ড করা হল তাঁকে। ততক্ষণে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থলে পৌঁছে গিয়েছিলেন হুমায়ুন। সাসপেনশনের খবর শুনেই ক্ষুব্ধ হয়ে গটগট করে বেরিয়ে যান। বলেন, আগামিকালই তিনি দল ছাড়বেন। ২২ তারিখ মুর্শিদাবাদের নিজের দল শুরু করবেন। ১৩৫ সিটেই প্রার্থী দেবেন।
বাবরি মসজিদ তৈরি করা নিয়েই যত বিতর্ক। সাসপেনশনের পর তৃণমূলকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে হুমায়ুন বলেন, “রাজ্য থেকে ক্ষমতাচ্যুত করে এর যোগ্য জবাব তৃণমূল। খেসারত দেবে তৃণমূল। আমি একজন মুসলিম। বাবরি মসজিদ করার জন্য আমাকে সাসপেন্ড করা হয়েছে। তাতে আমার জীবন চলে গেলে যাবে। আমি শহিদ হলে হব। কিন্তু আমি পিছু হটব না। ৬ তারিখে বাবরি মসজিদের শিলান্যাস হবেই।”