Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Soumitrisha Kundu News: হঠাৎ অসুস্থ সৌমিতৃষা কুণ্ডু, হঠাৎ কী হল অভিনেত্রীর?

Soumitrisha Kundu News: হঠাৎ অসুস্থ সৌমিতৃষা কুণ্ডু, হঠাৎ কী হল অভিনেত্রীর?

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Jan 31, 2024 | 11:37 PM

সোশ্যাল মিডিয়ায় নিজেই দিয়েছিলেন খবর, পায়ের নখ উঠে রক্তাক্ত অবস্থা সৌমিতৃষা কুণ্ডুর। তার মধ্যেই শুটের কাজ শেষ করে বাড়ি ফেরেন তিনি। তারপর থেকেই গায়ে জ্বর, যন্ত্রণায় তিনি নাজেহাল। হাঁটতে অসুবিধে হচ্ছে, আপাতত ডাক্তারের পরামর্শে বাড়িতেই রয়েছেন তিনি।

বিয়ের পিঁড়িতে রাকুল
খবর মিলেছিল জানুয়ারি মাসের শুরুতেই। বিয়ে করতে চলেছেন অভিনেত্রী রাকুল প্রীত সিং, প্রেমিক জ্যাকি বিজলানির গলাতেই মালা দেবেন তিনি। তবে শেষ মুহূর্তে রদ বদল, বিদেশে ডেস্টিনেশন ওয়েডিং হল বাতিল, না, কোনও বিপদ নয়, বরং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদনে সাড়া দিয়ে তাঁরা স্থির করলেন দেশের বুকেই সাত পাকে বাঁধা পড়বেন। নতুন ডেস্টিনেশন গোয়া। ২১ ফেব্রুয়ারি বাজবে সানাই।

কার সঙ্গে মদ্যপান করার ইচ্ছে?
রণবীর কাপুর ‘সঞ্জু’ ছবিতে যেভাবে ঝড় তুলেছিলেন, তারপর থেকেই দর্শকদের মনে প্রশ্ন ছিল: এবার কোন বায়োপিকে তিনি? প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে কাজ করবেন, তবে তা নয়। এবার নিজেই জানালেন রণবীর, তিনি তাঁর ঠাকুরদা রাজ কাপুরের বায়োপিকে কাজ করতে চান। আরও জানালেন, বেঁচে থাকলে, ঠাকুরদার সঙ্গে বসে মদ্যপান করতেন, জীবন নিয়ে অনেক আলোচনা করতেন।

তৃপ্তির বিয়ে?
‘অ্যানিম্যাল’-এর সাফল্যের পর গুঞ্জন ছড়ায় তৃপ্তি দিমরিকে নিয়ে। তিনি নাকি ডেট করছেন মডেল-ব্য়বসায়ী স্য়াম মার্চেন্টের সঙ্গে। নিজের মুখে সেই সম্পর্ক স্বীকার করেননি তৃপ্তি। বিয়ে নিয়েও পরিকল্পনা নেই বলেই জানিয়েছেন তিনি। তবে জানিয়েছেন, স্বামীকে হতে হবে ভাল মনের মানুষ।

রহমানের কেরামতি
তামিল সুপারস্টার রজনীকান্তের ছবি ‘লাল সেলাম’-এ এমন একটি গান থাকবে, যাতে থাকবে দুই প্রয়াত শিল্পীর কণ্ঠ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে প্রয়াত শিল্পীর কণ্ঠ ফের বাঁচিয়ে তুলবেন এ আর রহমান। প্রয়াত সঙ্গীতশিল্পী বাম্বা বাক্যা এবং শাহুল হামিদের পরিবারকে টাকাও দেওয়া হবে সেই জন্য।

দীপিকার মনে ছিল কী…
শাহরুখ খানের সঙ্গে ‘ওম শান্তি ওম’ ছবিতে অভিনয় করে বলিউডে পা রেখেছিলেন দীপিকা পাড়ুকোন। কিন্তু শাহরুখ নন, অন্য এক তারকার সঙ্গে অভিনয় করতে চেয়েছিলেন দীপিকা। তিনি গায়ক হিমেশ রেশামিয়া। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত হিমেশের গানের অ্যালবাম ‘আপ কা সুরুর’-এ অভিনয় করেছিলেন দীপিকা। তখন থেকেই এমন মনস্কামনা ছিল তাঁর।

চরম ট্রোল্ড নোরা
ডান্স প্লাস প্রো মঞ্চ থেকে এবার ভাইরাল নোরা ফাতেহি। নোরার নাচ মানেই নজরকাড়া। তবে নাচের শোয়ে এসে জাতীয় স্তরের টিভির পর্দায় এ কী কাণ্ড? সিলভার বডি-টাইট পোশাকে নিতম্বে জল ঢেলে যে পোজ় দিলেন, তাতে নিন্দের ঝড় সর্বত্র। নেটদুনিয়ার প্রশ্ন, ‘টিভির পর্দায় এখন এসব দেখতে হবে?’

‘প্রেম’ করতে কোথায় যাচ্ছেন অগস্ত্য?
শাহরুখ খানের কন্যা সুহানা খানের সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে আছেন অমিতাভের নাতি অগস্ত্য নন্দা। কিন্তু জলসায় তাঁর সঙ্গে দেখা করতে পারছেন না অগস্ত্য। অভিনেতা সঞ্জয় কাপুরের কন্যা শানায়া সুহানার বান্ধবী। সেখানেই প্রেমিকার সঙ্গে দেখা করছেন অগস্ত্য।

কেমন আছেন সৌমিতৃষা?
সোশ্যাল মিডিয়ায় নিজেই দিয়েছিলেন খবর, পায়ের নখ উঠে রক্তাক্ত অবস্থা সৌমিতৃষা কুণ্ডুর। তার মধ্যেই শুটের কাজ শেষ করে বাড়ি ফেরেন তিনি। তারপর থেকেই গায়ে জ্বর, যন্ত্রণায় তিনি নাজেহাল। হাঁটতে অসুবিধে হচ্ছে, আপাতত ডাক্তারের পরামর্শে বাড়িতেই রয়েছেন তিনি।

রূপাঞ্জনাই টলিউডের ঐশ্বর্য
‘দাদাগিরি’তে এসে অভিনেত্রী রূপাঞ্জনার বান্ধবী দেবলীনা দত্ত জানান, রূপাঞ্জনা যখন টালিগঞ্জে কাজ করতে শুরু করেন, তাঁকে দেখতে ছিল অবিকল ঐশ্বর্য রাই বচ্চনের মতো। বিষয়টি শুনে লজ্জা পেয়েছেন রূপাঞ্জনা। সামাজিক মাধ্যমে ভাইরাল সেই ক্লিপ।