Pushpita Mukherjee, Tollywood News: ভেঙে পড়লেন কান্নায়, এত চেষ্টা করেও লাভ হল না!

TV9 Bangla Digital | Edited By: আসাদ মল্লিক

Jan 26, 2024 | 10:54 PM

Pushpita Mukherjee, Tollywood News: ছেলের জন্য কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী পুষ্পিতা মুখোপাধ্যায়। শত চেষ্টা করেও ছেলেকে মানুষ করতে পারেননি তিনি। সারাদিন অনলাইন গেমে মজে সে। হাজার টাকা ঢেলেও ফল পাচ্ছেন না কিছুই, এক পারিবারিক শো-য়ে এসে এমনটাই বলেছেন অভিনেত্রী।

পদ্ম পুরস্কার
২০২৪ সালের পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছে কেন্দ্র। যার মধ্যে পদ্মশ্রী প্রাপকের তালিকায় রয়েছে ৪ বঙ্গসন্তান। আবার পদ্মভূষণ সম্মানে ভূষিত হতে চলেছেন আরেক বঙ্গসন্তান তথা জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। আবার পদ্মবিভূষণ পাচ্ছেন প্রাক্তন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। এছাড়া তালিকায় রয়েছেন অভিনেতা চিরঞ্জীবী, বৈজয়ন্তীমালার নাম, বিন্দেশ্বর পাঠক এবং পদ্মা সুব্রহ্মণ্যম।

‘ফাইটার’ বক্স অফিস
রমরমিয়ে চলছে হৃত্বিক রোশন ও দীপিকা পাড়ুকোন জুটির ছবি ফাইটার। যদিও ওয়ার ছবির বক্স অফিস ওপেনিং-এর কাছে পিছিয়ে থাকল এই ছবির প্রথম দিনের আয়। ভারতের বুকে তা ব্যবসা করে ২৭.৪৩ কোটি টাকার। দেশের বাইরে ব্যবসা ৮.৬১ কোটি টাকার। সর্বমোট ছবি প্রথম দিনে ঘরে তোলে ৩৬.০৪ কোটি টাকা।

চুরি হল ‘ফাইটার’
সাধারণতন্ত্র দিবস উপলক্ষে মুক্তি পেয়েছে বলিউডির ছবি ‘ফাইটার’। দীপিকা পাড়ুকোন এবং হৃত্বিক রোশনের মতো তারকাদের প্রথমবার একসঙ্গে দেখা যাচ্ছে এই ছবিতে। কিন্তু প্রথম দিনেই দুঃসংবাদ। গোটা ছবিটি বেআইনিভাবে আপলোড হয়েছে টরেন্ট সাইটে। তারপরে মাথায় হাত নির্মাতাদের। বারবারই এমনটা হবে দুশ্চিন্তায় বলিউডের অনেকেই।

বচ্চনের পোস্টে রহস্য
সম্পর্ক ব্যর্থ? ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে অভিষেক বচ্চনের বিবাহ বিচ্ছেদের জল্পনা যখন তুঙ্গে, তখনই অভিষোক বচ্চনের পোস্ট সকলের নজর কাড়ল। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখলেন, হেরে যাওয়ার ভয় স্বপ্নকে নষ্ট করে দেয়। কিন্তু ব্যর্থতা থেকে শিক্ষা নিলে সেটা আপনার স্বপ্নকে বাস্তব করে তোলে। অভিষেকের এই পোস্টই উষ্কে দিল জল্পনা, নেটিজ়েনদের প্রশ্ন, তবে কী সম্পর্ক ব্যর্থ হওয়ার প্রসঙ্গেই মুখ খুললেন তিনি?

রামের বিভীষণ বিজয়
বলিউডের পরিচালক নীতেশ তিওয়ারি তৈরি করছেন ‘রামায়ণ’। তাতে রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। রাবণ যশ। সীতা সাই পল্লবী। হনুমান সানি দেওল। কুম্ভকর্ণ ববি দেওয়াল। কৈকেয়ী মহিমা চৌধুরী। এবার শোনা বিজয় সেতুপতিকেই নাকি তার ‘রামায়ণ’-এ বিভীষণের চরিত্র চাইছেন নীতেশ।

ইমন পেলেন দামী উপহার
গায়িকা ইমন চক্রবর্তী পেলেন দামী উপহার। এবং সেই দামী উপহার তাঁকে দিয়েছেন বাবা। একটি সাদা রঙের দামী গাড়ি কিনেছেন তাঁরা। যে সে দামী গাড়ি নয়। মার্সিডিজ বেঞ্জ। খুশির খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়ে বাবাকে ধন্যবাদ জানিয়েছেন ইমন।

ট্রোল্ড যশ-নুসরত

ট্রোলের শিকার এবার অভিনেতা যশ দাশগুপ্ত ও নুসরত জাহান। এক সাক্ষাৎকারে সম্পর্কের টিপস দিতে গিয়ে, নুসরত বললেন, বিশ্বাস করতে হয়, ও ভরসা ভাঙতে নেই। তাতেই নেটিজডেনদের ঘুম উড়লেন, কটাক্ষের সুরে প্রশ্ন ছুঁড়ে দিলেন, ‘দু’বার বিয়ে করে সম্পর্ক ঠিক রাখার উপদেশ?’ কেউ বললেন, ”বিবাহ বিচ্ছেদ না করেই সন্তান…।”

ছেলের জন্য কান্না

ছেলের জন্য কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী পুষ্পিতা মুখোপাধ্যায়। শত চেষ্টা করেও ছেলেকে মানুষ করতে পারেননি তিনি। সারাদিন অনলাইন গেমে মজে সে। হাজার টাকা ঢেলেও ফল পাচ্ছেন না কিছুই, এক পারিবারিক শো-য়ে এসে এমনটাই বলেছেন অভিনেত্রী।

চেনেন এমন মানুষ?
মজার পোস্ট করলেন এবার গায়িকা ইমন। সমাজের একশ্রেণির মানুষের মজার স্বভাবের কথা তুলে ধরলেন তিনি সোশ্যাল মিডিয়ায়। বললেন, কিছু মানুষ এমন আছেন, যাঁরা সবটা দেখতে পেয়েও প্রশ্ন করেন, যেমন কোনও বাচ্ছা স্কুলের পোশাকে যাচ্ছে, তাকে জিজ্ঞেস করে বসেন- কী রে তুই স্কুলে যাচ্ছিস? হাসতে হাসতে তিনি বললেন, সেই তালিকায় তাঁর মা-ও পড়েন।

Raj-Subhashree, Tollywood Movie: বুদ্ধদেব গুহর গল্প অবলম্বনে ‘বাবলি’ ছবির শুটিং
Srabanti Chattopadhyay: অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ভক্তরা
Raj-Subhashree, Tollywood Movie: বুদ্ধদেব গুহর গল্প অবলম্বনে ‘বাবলি’ ছবির শুটিং
Srabanti Chattopadhyay: অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ভক্তরা