Sreemoyee Chattoraj-Kanchan Mullick: পরিবারে খুশির খবর, কাঞ্চন-শ্রীময়ীর পরিবারে এল কন্যাসন্তান

Sreemoyee Chattoraj-Kanchan Mullick: পরিবারে খুশির খবর, কাঞ্চন-শ্রীময়ীর পরিবারে এল কন্যাসন্তান

TV9 Bangla Digital

| Edited By: আসাদ মল্লিক

Updated on: Nov 02, 2024 | 11:09 PM

Kanchan Mullick: গত ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের দিন আইনি বিয়ে সেরেছিলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। সাড়ে আট মাসের মধ্যেই পরিবারে খুশির খবর। দ্বিতীয় বার বাবা হলেন কাঞ্চন মল্লিক। শ্রীময়ীর কোল আলো করে এল কন্যাসন্তান কৃষভি।

দ্বিতীয়বার বাবা হলেন কাঞ্চন
গত ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের দিন আইনি বিয়ে সেরেছিলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। সাড়ে আট মাসের মধ্যেই পরিবারে খুশির খবর। দ্বিতীয় বার বাবা হলেন কাঞ্চন মল্লিক। শ্রীময়ীর কোল আলো করে এল কন্যাসন্তান কৃষভি।

অভিষেকের সিলমোহর

তাঁদের ডিভোর্স নিয়ে জল্পনা তৈরি হয়েছে অনেক দিন হল। এখনও পর্যন্ত নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি দুজনের কেউই। কিন্তু সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিয়ো বলছে একটাই কথা। সত্যিই বচ্চন পরিবারের অন্দরে চলছে অশান্তি। জন্মদিনেও ঐশ্বর্যকে জন্মদিনের শুভেচ্ছা জানাননি অভিষেক। তাতেই অনেকে আন্দাজ করেছেন তবে কি বিচ্ছেদের জল্পনায় সিলমোহর দিলেন তাঁরা।

সলমনের সিদ্ধান্ত

একের পর এক হুমকি পেয়েই চলেছেন সলমন খান। কংগ্রেস নেতা বাবা সিদ্দিকীর মৃত্যুর পর আরও আঁটোসাটো হয়েছে নিরাপত্তা। আপদে বিপদে একে অপরের সব সময় পাশে থেকেছেন সলমন এবং শাহরুখ খান। এবার কিং খানের জন্মদিনের পার্টিতেই থাকতে পারবেন না সলমন। শোনা যাচ্ছেন নিরাপত্তার অভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন ভাইজান।

কাছকাছি সুহানা-অগস্ত্য
আলোর উৎসবেও কাছাকাছি সুহানা খান-অগস্ত্য নন্দা। অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের দিওয়ালি পার্টিতে হাজির হয়েছিল একঝাঁক বলিউড তারকা। সেখানেই এক গাড়িতে হাজির সুহানা-অগস্ত্য। চর্চিত প্রেমিকের উপর থেকে চোখ সরল না সুহানার। অগস্ত্যকে দু-চোখে আগলে রাখলেন তিনি।

বক্স অফিসে লক্ষ্মী
দিওয়ালিতে দেশের সিনেমা হলগুলির মধ্যে ৬০ শতাংশ দখলে রেখেছিল সিংঘম এগেইন। আর বক্স অফিসে খাতা খুলেছে ৪৩.৫০ কোটি দিয়ে। তবে ভাববেন না খুব বেশি পিছিয়ে কার্তিক আরিয়ানের ভুল ভুলাইয়া ৩। দেশীয় বাজারে ছবির আয় ৩৫.৫ কোটি। আর এটাও কার্তিক আরিয়ানের কেরিয়ারের সবচেয়ে বড় ওপেনিং পেয়েছে।

ফৌজি ২-র ট্রেলার
আরও একবার টেলিভিশনের পর্দায় ফিরছে ‘ফৌজি’। তবে এটা কিং খান শাহরুখের সেই ফৌজি নয়, এবার আসছে ‘ফৌজি-২’। ২ নভেম্বর, শনিবার কিং খান শাহরুখের ৫৯ বছরের জন্মদিনে এই টেলিভিশন সিরিজের ট্রেলার প্রকাশ্যে আনলেন প্রযোজক সন্দীপ সিং।

কে হচ্ছেন নতুন ‘অভিমন্যু রাই’?

১৯৮৯ সালে লেফটেন্যান্ট অভিমন্যু রাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান। আর এই সিরিজের হাত ধরেই অভিনয় দুনিয়ায় পা রেখেছিলেন তিনি। আবারও ফিরছে এই ধারবাহিক। জানেন কি, ফৌজি-২তে শাহরুখের সেই আইকনিক চরিত্র লেফটেন্যান্ট অভিমন্যু রাই-এর চরিত্রে দেখা যাবে অভিনেতা সুবংশ ধরকে।

ঐশ্বর্যার ভালবাসা
স্বামীকে অভিষেক বচ্চনের প্রতি যে ভালবাসা আজও রয়েছে, সেই প্রমাণই যেন দিলেন ঐশ্বর্যা। স্বামী তাঁকে জন্মদিনে শুভেচ্ছা পাঠাননি। তাতে কী? ইনস্টাগ্রামে মাত্র একজনকেই আজও অনুসরণ করেন রাইসুন্দরী। তিনি আর কেউ নন, অভিষেক বচ্চন।

গরবিনী সুহানা

শনিবার, ২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিন। এ দিন দুপুরে ইনস্টাগ্রামে সুহানা ভাগ করে নেন একটি সিপিয়া ছবির কোলাজ। সে কোলাজে ধরা পড়েছেন ‘বাবা’ শাহরুখ খান। চারটি ছবির প্রত্যেকটিতেই শাহরুখকে দেখা যাচ্ছে ছেলে আরিয়ান আর মেয়ে সুহানাকে কোলে নিয়ে। এই সব ছবি আব্রামের জন্মের অনেক আগের। ছবিতে দেখা যাচ্ছে ছেলেমেয়ের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত শাহরুখ। বেশির ভাগ ছবিতেই বাবার কোল ঘেঁষে দাঁড়িয়ে ছোট মেয়ে সুহানা।

Published on: Nov 02, 2024 11:06 PM