Dengerous River: নদী যখন ভয়ঙ্কর
বিশ্বে বেশ কিছু বিপজ্জনক নদী আছে। এই সব নদীতে নামা ভয়ানক। আমেরিকার লাল নদীর দৃশ্য সুন্দর। যখন তখন এই নদীর গতিপথ বদলায়। তীরবর্তী এলাকা ভাসিয়ে দেয় রেড রিভার। এই নদীতে বহু বিপজ্জনক জলজ প্রাণীর আবাস। লা বোম্বা নদীর জল ফুটতে থাকে ৪৫ থেকে ১০০ ডিগ্রি তাপমাত্রায়।
বিশ্বে বেশ কিছু বিপজ্জনক নদী আছে। এই সব নদীতে নামা ভয়ানক। আমেরিকার লাল নদীর দৃশ্য সুন্দর। যখন তখন এই নদীর গতিপথ বদলায়। তীরবর্তী এলাকা ভাসিয়ে দেয় রেড রিভার। এই নদীতে বহু বিপজ্জনক জলজ প্রাণীর আবাস। লা বোম্বা নদীর জল ফুটতে থাকে ৪৫ থেকে ১০০ ডিগ্রি তাপমাত্রায়। পেরুর এই নদী আমাজনের উপনদী। উষ্ণ প্রস্রবণ থেকে উৎপন্ন বলে নদীর জল সব সময় গরম থাকে।
লা বোম্বার জল মারাত্মক উষ্ণ নদীটির দৈর্ঘ্য ৬.৪ কিলোমিটার। মিশরের নীল নদ বিশ্বের সর্ববৃহৎ নদী। ১১টি দেশের উপর দিয়ে বয়েছে এই নদ। নীল নদের কুমিরের আক্রমণে বছরে গড়ে ২০০ জন মারা যান। নীলে আছে একাধিক শিকারি প্রাণী। নদী তীরবর্তী অঞ্চলে বিষাক্ত সাপ ও মশার উপদ্রব। নদী বিশ্বের গভীরতম নদী আফ্রিকার কঙ্গো। কঙ্গোর গভীরতা ৭২০ ফুট। বিভিন্ন প্রজাতির বিষাক্ত সাপ নদীর ওপরে আর নীচে আছে ডুবন্ত পাহাড়, খাদ ও ঝর্না। স্পেনে সোনা, রূপো ও তামার খনি দিয়ে প্রবাহিত রিও টিন্টো নদী। নদীর জল রক্তের মতো লাল। মারাত্মক বিষাক্ত এই নদীর জল। আমেরিকার মিসিসিপি ও চিনের পীত নদীও বিপজ্জনক নদী।