Bangladesh ISKCON Issue: ভারত থেকে জন্ম নেওয়া এমন বাংলাদেশ আমরা চাই না―বলছেন মায়াপুরের সন্ন্যাসীরা
Bangladesh Unrest: ইসকনের সাধু চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির পরই বাংলাদেশে ইসকন নিষিদ্ধ করার দাবি উঠেছে। হাইকোর্টেও দাবি উঠেছিল। মহাপ্রভুর ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা বলবৎ করেছে ইউনূস প্রশাসন। এমতাবস্থায় চিন্ময়কৃষ্ণের মুক্তির দাবিতে সরব হয়েছে এ দেশের সাধু-সন্ন্যাসীরাও।
আঘাতপ্রাপ্ত সাম্প্রদায়িক সম্প্রীতি, বিভাজনের ধোঁয়ায় ম ম করছে প্রতিবেশী দেশ। ইসকনের চিন্ময়কৃষ্ণ মহাপ্রভুর গ্রেফতারির পরপরই একজোট হয়েছে ভারতের সনাতনীরা। অন্যদিকে বাংলাদেশে জামাতের তরফে দাবি ওঠে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করার। যদিও বাংলাদেশ হাইকোর্ট এখনও পর্যন্ত এমন কোনও রায় দেয়নি যাতে পড়শি দেশের রাজনৈতিক দল উল্লাসিত হতে পারে!
মহাপ্রভুর ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা বলবৎ করেছে ইউনূস প্রশাসন। এমতাবস্থায় চিন্ময়কৃষ্ণের মুক্তির দাবিতে সরব হয়েছে এ দেশের সাধু-সন্ন্যাসীরাও। “ইসকন ধর্মীয় সংগঠন, একে নিষিদ্ধ ঘোষণা করার কোনও যৌক্তিকতা বাংলাদেশে নেই”, সাফ জানালেন বাংলার মায়াপুরের সেবায়েত মহামিত্র দাস। মায়াপুরের যাদব বলরাম দাসের মতে, “শেখ হাসিনা সরকারের আমলে কিছুটা হলেও শান্তিতে ছিল সেই দেশের হিন্দুরা। ইসকনের নেতৃত্বে বাংলাদেশি হিন্দুরা সঙ্ঘবদ্ধ হতে পারেন এবং আন্দোলনে অংশগ্রহণ করেন। আসলে এমন বাংলাদেশ আমরা চাই না!”