Africa-র বৃহত্তম অর্থনীতিকে নিশানা Trump-এর, China-কে ঠেকাতেই Nigeria-তে US সেনা অভিযানের হুমকি?

Nov 10, 2025 | 6:10 PM

Donald Trump, Nigeria And China: ট্রাম্প বলছেন, নাইজেরিয়ায় বেছে বেছে নাকি খ্রিস্টানদের হত্যা করা হচ্ছে। কিন্তু সত্যিই কি তাই? গল্পটা আসলে এমন হয়তও নয়। কারণ, এমন কোনও অভিযোগ ও তার কোনও প্রমাণও নেই। তাহলে? ট্রাম্প কি আসলে চিনকে ঠেকাতে চাইছেন?

সোমালিয়া, জিবুতি, মরক্কো, কেনিয়া ও নাইজারের মতো আফ্রিকার একাধিক দেশে রয়েছে আমেরিকান সেনা ঘাঁটি। বিশ্বের অন্যান্য একাধিক দেশে যেমন রয়েছে, অনেকটা তেমনই। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এবার নাকি আমেরিকান সেনা নাইজেরিয়ায় সেনা অভিযান করবে। আর তার জন্য সেনাবাহিনীকেও তৈরি থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

কিন্তু কেন? ট্রাম্প বলছেন, নাইজেরিয়ায় বেছে বেছে নাকি খ্রিস্টানদের হত্যা করা হচ্ছে। কিন্তু সত্যিই কি তাই? গল্পটা আসলে এমন হয়তও নয়। কারণ, এমন কোনও অভিযোগ ও তার কোনও প্রমাণও নেই। তাহলে? ট্রাম্প কি আসলে চিনকে ঠেকাতে চাইছেন? তাই কি নাইজেরিয়া আক্রমণের কথা বলছেন।