‘দুই দলের মধ্যে একটা চুক্তির খেলা চলছে’, বিস্ফোরক প্রাক্তন সাংসদ
Jawhar Sarkar: জহর সরকারের মতে, ঝুঁকি নিয়ে মানুষকে বেরিয়ে আসতে হবে ও দুই শক্তিকে সরাতে হবে। তৃণমূলের বিকল্প যেন বিজেপি না হয়, সে কথাই বলছেন প্রাক্তন সাংসদ। তিনি প্রশ্ন তুলছেন, এত কেস হল অথচ কারও শাস্তি হল না?
প্রাক্তন তৃণমূল সাংসদের দাবি, এবারের ভোটে স্বাধীন চিন্তার মানুষকে বেরিয়ে আসতে হবে। তিনি বলেন, “তৃণমূল ও বিজেপি মনে করছে, তারা ছাড়া আর কেউ নেই। তাদের মধ্যে একটা চুক্তির খেলা চলছে। তৃণমূল থাকলে বিজেপির সুবিধা। তাহলে সহজেই ইন্ডিয়া জোটটা ভাঙতে পারবে।“
তিলোত্তমার ঘটনায় রাজ্য জুড়ে যে আন্দোলন চলেছিল, সে কথা উল্লেখ করে সাংসদ বলেন, “যেভাবে প্রতিদিন প্রতিবাদ চলছিল, রিক্সাওয়ালারাও আন্দোলনে নেমে গিয়েছিল, ওই আন্দোলনে বোঝা গিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর শাসনের বিরুদ্ধে তলায় তলায় বিদ্বেষ বাড়ছে।”
Published on: Nov 22, 2025 09:11 AM
Latest Videos
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না

