Bengal Election 2021: কেশপুরে তৃণমূল কর্মীর মৃত্যু, রিপোর্ট চাইল নির্বাচন কমিশন

সৌরভ পাল

|

Updated on: Apr 02, 2021 | 12:45 PM

মৃত তৃণমূল কর্মী উত্তম দলুইয়ের দেহ নিয়ে কেশপুরে বিক্ষোভ তৃণমূল (Trinamool) কর্মীদের।

দ্বিতীয় দফার ভোটে ধুন্ধুমার কেশপুর (Keshpur)। মৃত তৃণমূল (Trinamool) কর্মী উত্তম দলুইয়ের দেহ নিয়ে অবস্থান বিক্ষোভ তৃণমূল কর্মীদের। পুলিশের হস্তক্ষেপে মৃতদেহ সরিয়ে নিয়ে যাওয়া হয় রাস্তা থেকে। ঘটনায় অভিযোগের তীর বিজেপির দিকে। ইতিমধ্যেই পুলিশের কাছে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন।

 

[embedyt] [/embedyt]

Published on: Apr 02, 2021 12:43 PM