Cycle Capital: দেশের সাইকেল রাজধানী

Cycle Capital: দেশের সাইকেল রাজধানী

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 23, 2023 | 5:00 PM

কি ভাবছেন? সাইকেল রাজধানী আবার কেমন কথা? আছে আমাদের দেশের সাইকেল রাজধানী। পশ্চিমবঙ্গ পেয়েছে এই তকমা। ২০১৯ থেকে ২০২১ জাতীয় স্বাস্থ্য সার্ভের রিপোর্ট অনুযায়ী। পশ্চিমবঙ্গের ৭৮.৯% পরিবারে আছে দু চাকার সাইকেল। রাজ্য সরকারের 'সবুজ সাথী' প্রকল্পের কারণে এই নজির।

কি ভাবছেন? সাইকেল রাজধানী আবার কেমন কথা? আছে আমাদের দেশের সাইকেল রাজধানী। পশ্চিমবঙ্গ পেয়েছে এই তকমা। ২০১৯ থেকে ২০২১ জাতীয় স্বাস্থ্য সার্ভের রিপোর্ট অনুযায়ী। পশ্চিমবঙ্গের ৭৮.৯% পরিবারে আছে দু চাকার সাইকেল। রাজ্য সরকারের ‘সবুজ সাথী’ প্রকল্পের কারণে এই নজির। ৯ম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের সাইকেল দেয় রাজ্য সরকার। এতেই বাংলায় ব্যবহার বেড়েছে সাইকেলের।

সারা দেশ জুড়ে ৫০.৪% মানুষ সাইকেল চালায়। বাংলায় সেখানে সাইকেল চালানোর হার ৭৮.৯% । বাংলার পরেই আছে উত্তর প্রদেশ। দেশের প্রথম সাইক্লিং হাইওয়ে উত্তরপ্রদেশের আগ্রা থেকে ইটাওয়া পর্যন্ত। উত্তর প্রদেশে সাইকেল চালানোর হার ৭৫.৬% । তারপরে আছে ওড়িশা, ছত্তিসগড় ও অসম। ওড়িশায় সাইকেল চালানোর হার ৭২.৫% । ছত্তিসগড়ে ৭০.৮% মানুষ সাইকেল চালায়। অসমে সাইকেল চালানোর হার ৭০.৩% । সাইকেল ব্যবহারে তারপরে আছে পঞ্জাব, ঝাড়খণ্ড ও বিহার। পঞ্জাবে ৬৭.৮% সাইকেলের ব্যবহার। ৬৬.৩% মানুষ ঝাড়খণ্ডে সাইকেল চালায়। বিহারে ৬৪.৮% মানুষ সাইকেল ব্যবহার করে। দূষণ বিহীন পরিবহন মাধ্যম সাইকেল শরীরের জন্যও ভাল।