WITT 2024: মেনস্ট্রিম মিডিয়া ছাড়া সোশ্যাল মিডিয়ায় বেশি লোক আমাকে ফলো করে: রামদেব

Feb 27, 2024 | 3:03 PM

শূন্য থেকে শুরু করেছিলাম। ৩৫ বছর আগে আমার কাছে এক টাকাও ছিল না। মেনস্ট্রিম মিডিয়া ছাড়া সোশ্যাল মিডিয়ায় বেশি লোক আমাকে ফলো করে: রামদেব

Follow Us

শূন্য থেকে শুরু করেছিলাম। ৩৫ বছর আগে আমার কাছে এক টাকাও ছিল না। TV9-এর মঞ্চে বললেন যোগগুরু রামদেব। তিনি যোগ করেন, মেনস্ট্রিম মিডিয়া ছাড়া সোশ্যাল মিডিয়ায় বেশি লোক তাঁকে ফলো করে। তাঁর ইউটিউবে ১ কোটির বেশি ফলোয়ার রয়েছে। এই জায়গায় আসার জন্য তাঁকে অনেক কিছু করতে হয়েছে বলেই জানালেন তিনি।

‘যারা নিজেদের মুঘলের বংশধর বলে মনে করে, তাদের এগুলি নিয়ে আপত্তি আছে। বাকি যে ৯৯.৯ শতাংশ মুসলিম আছে, তারা সবাই রামকৃষ্ণের সন্তান’, বলেন যোগগুরু। রাম মন্দির সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা, ভারতের সাংস্কৃতিক, ধার্মিক, আধ্যাত্মিক স্বাধীনতার এক মহা পর্ব ছিল।’

শূন্য থেকে শুরু করেছিলাম। ৩৫ বছর আগে আমার কাছে এক টাকাও ছিল না। TV9-এর মঞ্চে বললেন যোগগুরু রামদেব। তিনি যোগ করেন, মেনস্ট্রিম মিডিয়া ছাড়া সোশ্যাল মিডিয়ায় বেশি লোক তাঁকে ফলো করে। তাঁর ইউটিউবে ১ কোটির বেশি ফলোয়ার রয়েছে। এই জায়গায় আসার জন্য তাঁকে অনেক কিছু করতে হয়েছে বলেই জানালেন তিনি।

‘যারা নিজেদের মুঘলের বংশধর বলে মনে করে, তাদের এগুলি নিয়ে আপত্তি আছে। বাকি যে ৯৯.৯ শতাংশ মুসলিম আছে, তারা সবাই রামকৃষ্ণের সন্তান’, বলেন যোগগুরু। রাম মন্দির সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা, ভারতের সাংস্কৃতিক, ধার্মিক, আধ্যাত্মিক স্বাধীনতার এক মহা পর্ব ছিল।’

Next Video