WHAT INDIA THINKS TODAY: দেশের অনগ্রসর শ্রেণির উপর যারা সবথেকে বেশি অন্যায় করেছে, সেটা কংগ্রেস: অমিত শাহ

WHAT INDIA THINKS TODAY: দেশের অনগ্রসর শ্রেণির উপর যারা সবথেকে বেশি অন্যায় করেছে, সেটা কংগ্রেস: অমিত শাহ

TV9 Bangla Digital

| Edited By: আসাদ মল্লিক

Updated on: Feb 27, 2024 | 11:43 PM

WITT 2024: রাহুল গান্ধীকে হয়ত আমাদেরই কোনও শুভাকাঙক্ষী ব্যক্তি ভুল তথ্য ধরিয়ে দিয়েছেন। উনি জানেন না, ওবিসির তালিকা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়। ১৯৯৪ সালের ২৫ জুলাই মোদীজির জাতি গুজরাটের ওবিসির তালিকায় যুক্ত হয়ে যায়: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

দেশের অনগ্রসর শ্রেণির উপর যারা সবথেকে বেশি অন্যায় করেছে, সেটা কংগ্রেস। এটা রাহুল গান্ধী জানেন না। অতীতে কংগ্রেসের শাসনকালে কখনও ওবিসি কমিশন তৈরি হয়নি। কখনও ওবিসি-কে সাংবিধানিক মান্যতা দেওয়া হয়নি। নিট কিংবা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে ওবিসির সংরক্ষণ ছিল না। এই সবই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে করেছেন। রাহুল গান্ধীকে হয়ত আমাদেরই কোনও শুভাকাঙক্ষী ব্যক্তি ভুল তথ্য ধরিয়ে দিয়েছেন। উনি জানেন না, ওবিসির তালিকা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়। ১৯৯৪ সালের ২৫ জুলাই মোদীজির জাতি গুজরাটের ওবিসির তালিকায় যুক্ত হয়ে যায়: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ