Air Pollution: গবেষণায় দেখা গিয়েছে, পূর্ব এশিয়ার বায়ু সবচেয়ে দূষিত!

Ashad Mallick

Ashad Mallick |

Updated on: Mar 13, 2023 | 8:13 PM

Air Pollution: গবেষণায় দেখা গিয়েছে, পূর্ব এশিয়ার বায়ু সবচেয়ে দূষিত!

প্রতি বছর বায়ু দূষণের কারণে ৮০ লাখ মানুষ মারা যায়। বর্তমানে পৃথিবীতে এমন কোনও জায়গা নেই যেখানের বায়ু বিশুদ্ধ। এই গবেষণার নেতৃত্ব দিচ্ছেন অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। সম্প্রতি দ্য ল্যানসেট জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদন হয়েছে। বিশ্বের মোট জনসংখ্যার মধ্যে মাত্র ০.০০০১ শতাংশ মানুষ কম দূষিত বায়ু পাচ্ছে। গবেষণায় দেখা গিয়েছে, পূর্ব এশিয়ার বায়ু সবচেয়ে দূষিত। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ এশিয়া। আর সর্বশেষে রয়েছে উত্তর আফ্রিকা। এরপরে রয়েছে, ওশেনিয়া, দক্ষিণ আমেরিকা ও উত্তর আমেরিকা। নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ায় সর্বনিম্ন দূষণ দেখা গিয়েছে। এত দ্রুত হারে বিষাক্ত বায়ু ছড়িয়ে পড়ার কারণ কী? জলবায়ু পরিবর্তনের কারণে বায়ু দূষণের মাত্রা এত বেশি পরিমাণে বাড়ছে। উত্তর-পশ্চিম চিন এবং উত্তর ভারতে পেট্রোল ও ডিজেলের ব্যবহার শীতকালে প্রচুর পরিমাণে দূষণ বাড়ায়। উত্তর আমেরিকার পূর্ব উপকূলে গ্রীষ্মকালে দূষণের পরিমাণ বৃদ্ধি পায়। ২০১৯ সালে,অস্ট্রেলিয়ায় যে দাবানল ঘটেছিল তা সেখানকার বায়ুর গুণমানকে ব্যাপকভাবে নষ্ট করেছিল। জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের দুর্ঘটনা প্রতিনিয়ত বাড়ছে। নাইট্রোজেনের অক্সাইডগুলির বিষাক্ত প্রতিক্রিয়ায় ফুসফুস ফুলে যায়। ফুসফুসে জল জমে মানুষের মৃত্যুও হতে পারে।

Follow us on

Click on your DTH Provider to Add TV9 Bangla