Car Saftey: এয়ারব্যাগ না খুললে কী করবেন?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 22, 2023 | 1:05 PM

চার চাকার গাড়িতে থাকে এয়ারব্যাগ। গাড়ি দুর্ঘটনায় তৈরি হওয়া ধাক্কায় খুলে যায় এয়ারব্যাগ। আরোহী প্রাণে রক্ষা পান। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক আনল নতুন নিয়ম। সেই নিয়ম বলছে এবার থেকে গাড়িতে ৬টি এয়ারব্যাগ থাকা বাধ্যতামূলক। দুর্ঘটনায় গাড়ির এয়ারব্যাগ না খুললে কী হবে?

চার চাকার গাড়িতে থাকে এয়ারব্যাগ। গাড়ি দুর্ঘটনায় তৈরি হওয়া ধাক্কায় খুলে যায় এয়ারব্যাগ। আরোহী প্রাণে রক্ষা পান। গাড়ির মডেলভেদে ২টি থেকে ৬টি এয়ারব্যাগ থাকে। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক আনল নতুন নিয়ম। সেই নিয়ম বলছে এবার থেকে গাড়িতে ৬টি এয়ারব্যাগ থাকা বাধ্যতামূলক। দুর্ঘটনায় গাড়ির এয়ারব্যাগ না খুললে কী হবে? ২০১৭এ সুপ্রিম কোর্টে একটি মামলা হয়। এক হোন্ডা ক্রিটার মালিক মামলা করেন তাঁর গাড়ির এয়ারব্যাগ কাজ করেনি। সেই মামলায় ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হয় গাড়ি প্রস্তুতকারী কোম্পানিকে। কোন বিষয়ের ওপরে এয়ারব্যাগের খোলা নির্ভর করে। গাড়ির গতিবেগ, ধাক্কার তীব্রতা, যাতে ধাক্কা লাগছে তার কাঠিন্য। এছাড়াও গাড়ির সিটবেল্ট বাঁধা না থাকলে এয়ারব্যাগ খোলে না। দুর্ঘটনায় এয়ারব্যাগ না খুললে কনজিউমার ফোরামেও অভিযোগ করা যায়।

Flower In Space: ফুল ফুটল মহাকাশে
Economy Of India: ১ নম্বরে চলেছে ভারতীয় অর্থনীতি
Flower In Space: ফুল ফুটল মহাকাশে
Economy Of India: ১ নম্বরে চলেছে ভারতীয় অর্থনীতি