Ayodhya Dham News: রাম মন্দিরের বোধনে নিমন্ত্রিতর তালিকায় কারা আছেন জানেন?
সবাই এখন অযোধ্যার দিকে তাকিয়ে। ২২ তারিখ রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাম মন্দিরের বোধনে নিমন্ত্রিতর তালিকা দেখে নিই চলুন।
সবাই এখন অযোধ্যার দিকে তাকিয়ে। ২২ তারিখ রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লক্ষাধিক ভক্ত অনুদানের সমাগম হবে বলে মনে করা হচ্ছে। ৭০০০ বেশি বিদেশী অভ্যাগতদের নিমন্ত্রণ করা হচ্ছে । ইতিমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে প্রায় ছয় হাজার বিশিষ্ট ব্যক্তিকে।
রাম মন্দিরের বোধনে নিমন্ত্রিতর তালিকা দেখে নিই চলুন।
রাম মন্দিরে নিমন্ত্রিত সনিয়া গান্ধী, নীতিশ কুমার, মল্লিকার্জুন খারগে, মনমোহন সিং, অধীর চৌধুরী, এইচডি দেবগৌড়া, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া,
এল কে আডবাণী, মুরলী মনোহর জোশি, বিক্রমাদিত্য সিং।
রাম মন্দিরে নিমন্ত্রিত বিরাট কোহলি, শচীন তেন্ডুলকার, অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত, রজনীকান্ত, অক্ষয় কুমার, অনুপম খের, চিরঞ্জীবী, সঞ্জয় লীলা বানসালি, ধনুষ, মোহনলাল, রণবীর কাপুর, আলিয়া ভাট, ঋষভ শেট্টি, কঙ্গনা রানাওয়াত, মধুর ভান্ডারকর, টাইগার শ্রফ, অজয় দেবগন, প্রভাস,যশ, সানি দেওল, অরুণ গোভিল, দীপিকা চিকালিয়া, মহাবীর জৈন, জ্যাকি শ্রফ।