খসড়া তালিকায় নাম থাকা মানেই নিশ্চিন্ত? জেনে নিন কী হতে পারে…
এনুমারেশন ফর্ম পেয়েছেন। পূরণ করে বিএলও-কে জমাও দিয়েছেন। কিন্তু, চিন্তা হচ্ছে খসড়া তালিকায় নাম থাকা নিয়ে। কমিশন যেমন বলছে, খসড়া তালিকায় নাম না থাকলেও বৈধ ভোটারদের চিন্তার কোনও কারণ নেই। তেমনই, কাদের নাম খসড়া তালিকায় থাকবে তাও জানিয়েছে। কমিশন বলছে, এনুমারেশন ফর্ম পূরণ করে যাঁরা জমা দিয়েছেন, সবার নাম থাকবে খসড়া তালিকায়। আবার খসড়া তালিকায় নাম থাকলেই হিয়ারিংয়ের জন্য ডাকা হবে না, এমনটাও নয়। ২০০২ সালের তালিকায় যাঁদের নাম নেই, তাঁরা যে তথ্য জমা দিচ্ছেন, ইআরও-এর মনে হলে তাঁদের ডেকে পাঠাতেই পারেন। তখন ওই ১১টি নথির মধ্যে ১টি নথি দেখাতে হবে। এ ছাড়া ২০০২-এর তালিকায় যাঁদের নিজেদের নাম নেই ও পরিবারের কারও নাম নেই, তাঁদের হিয়ারিংয়ে ডেকে পাঠাবে কমিশন।
এনুমারেশন ফর্ম পেয়েছেন। পূরণ করে বিএলও-কে জমাও দিয়েছেন। কিন্তু, চিন্তা হচ্ছে খসড়া তালিকায় নাম থাকা নিয়ে। কমিশন যেমন বলছে, খসড়া তালিকায় নাম না থাকলেও বৈধ ভোটারদের চিন্তার কোনও কারণ নেই। তেমনই, কাদের নাম খসড়া তালিকায় থাকবে তাও জানিয়েছে। কমিশন বলছে, এনুমারেশন ফর্ম পূরণ করে যাঁরা জমা দিয়েছেন, সবার নাম থাকবে খসড়া তালিকায়। আবার খসড়া তালিকায় নাম থাকলেই হিয়ারিংয়ের জন্য ডাকা হবে না, এমনটাও নয়। ২০০২ সালের তালিকায় যাঁদের নাম নেই, তাঁরা যে তথ্য জমা দিচ্ছেন, ইআরও-এর মনে হলে তাঁদের ডেকে পাঠাতেই পারেন। তখন ওই ১১টি নথির মধ্যে ১টি নথি দেখাতে হবে। এ ছাড়া ২০০২-এর তালিকায় যাঁদের নিজেদের নাম নেই ও পরিবারের কারও নাম নেই, তাঁদের হিয়ারিংয়ে ডেকে পাঠাবে কমিশন।
