ধূপগুড়ি পৌরসভার নির্বাচন কেন আটকে? নেপথ্যে কোন অঙ্ক?

| Edited By: সঞ্জয় পাইকার

Jan 03, 2026 | 11:55 AM

চব্বিশের লোকসভা নির্বাচনের ফল বলছে, রাজ্যের একশোর বেশি পৌরসভায় পিছিয়ে তৃণমূল। আর সেই পৌরসভাগুলির মধ্যে অন্যতম জলপাইগুড়ির ধূপগুড়ি পৌরসভা। শেষবার এই পৌরসভায় ভোট হয়েছে ২০১৭ সালে। মেয়াদ শেষের পর প্রশাসক বসানো হয়। এবার বোর্ডের দায়িত্বে মহকুমাশাসক। কিন্তু, কেন ভোট হচ্ছে না এই পৌরসভায়? কোন জটিয়লতায় আটকে ধূপগুড়ি পৌরসভার নির্বাচন? বিরোধীদের কটাক্ষ, হারের ভয়ে পৌরসভায় ভোট করতে দিচ্ছে না তৃণমূল। দুর্নীতির অভিযোগও তুলছে তারা। যদিও দুর্নীতির অভিযোগ খারিজ করে দিয়েছে তৃণমূল। কিন্তু, ভোট কেন হচ্ছে না, তা নিয়ে কোনও উত্তর নেই।

চব্বিশের লোকসভা নির্বাচনের ফল বলছে, রাজ্যের একশোর বেশি পৌরসভায় পিছিয়ে তৃণমূল। আর সেই পৌরসভাগুলির মধ্যে অন্যতম জলপাইগুড়ির ধূপগুড়ি পৌরসভা। শেষবার এই পৌরসভায় ভোট হয়েছে ২০১৭ সালে। মেয়াদ শেষের পর প্রশাসক বসানো হয়। এবার বোর্ডের দায়িত্বে মহকুমাশাসক। কিন্তু, কেন ভোট হচ্ছে না এই পৌরসভায়? কোন জটিয়লতায় আটকে ধূপগুড়ি পৌরসভার নির্বাচন? বিরোধীদের কটাক্ষ, হারের ভয়ে পৌরসভায় ভোট করতে দিচ্ছে না তৃণমূল। দুর্নীতির অভিযোগও তুলছে তারা। যদিও দুর্নীতির অভিযোগ খারিজ করে দিয়েছে তৃণমূল। কিন্তু, ভোট কেন হচ্ছে না, তা নিয়ে কোনও উত্তর নেই।