রবিবারই কেন হবে বাজেট পেশ?
ব্যতিক্রম নাকি নিয়ম? রবিবার বাজেট পেশ হওয়ার দিন স্থির হওয়ায় এই প্রশ্নই উঠছে।রীতি মেনে ১ ফেব্রুয়ারিই পেশ করা হবে কেন্দ্রীয় বাজেট। এই বছর ১ ফেব্রুয়ারি রবিবার পড়ায়, জল্পনা তৈরি হয়েছিল যে ওই দিন বাজেট পেশ হবে, নাকি একদিন পিছিয়ে ২ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন। পরে ক্যাবিনেট কমিটির বৈঠকে বাজেট অধিবেশনের দিন স্থির করা হয়। রবিবারই হবে বাজেট পেশ।
ব্যতিক্রম নাকি নিয়ম? রবিবার বাজেট পেশ হওয়ার দিন স্থির হওয়ায় এই প্রশ্নই উঠছে।রীতি মেনে ১ ফেব্রুয়ারিই পেশ করা হবে কেন্দ্রীয় বাজেট। এই বছর ১ ফেব্রুয়ারি রবিবার পড়ায়, জল্পনা তৈরি হয়েছিল যে ওই দিন বাজেট পেশ হবে, নাকি একদিন পিছিয়ে ২ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন। পরে ক্যাবিনেট কমিটির বৈঠকে বাজেট অধিবেশনের দিন স্থির করা হয়। রবিবারই হবে বাজেট পেশ।
রবিবার বাজেট পেশ করার কোনও আইনত বাধাও নেই। অর্থাৎ, ভারতের সংবিধান বা সংসদীয় নিয়মে রবিবার বাজেট পেশে কোনও নিষেধাজ্ঞা নেই। প্রয়োজনে বিশেষ অধিবেশন ডেকে সব আর্থিক কাজ সম্পন্ন করা যায়।

