কাজের চাপেই মৃত্যু! ৪৮-এর সম্পৃতার পরিবারের বিস্ফোরক অভিযোগ
Malda: এসআইআর-এর কাজের চাপ থাকায় বিশ্রাম নেওয়ার সময় পাচ্ছিলেন না তিনি। বুধবার ভোরে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে বাড়িতে ছুটে যান ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গায়ত্রী ঘোষ। কাউন্সিলরের অভিযোগ নির্বাচন কমিশনের অতিরিক্ত চাপের ফলেই বিএলওরা অসুস্থ হয়ে পড়ছেন।
কাজের চাপে অসুস্থ হয়ে মৃত্যু বিএলও-র! ৪৮ বছরের সম্পৃতা চৌধুরী সান্যালের মৃত্যুতে এমনই অভিযোগ উঠল মালদহের ইংরেজবাজার পুরসভার ফুলবাড়ী পাকুরতলা এলাকায়। ইংরেজবাজার পুর এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের ১৬৩ নম্বর বুথের বিএলও-র দায়িত্বে ছিলেন। তাঁর স্বামীর অভিযোগ, প্রচণ্ড কাজের চাপ ছিল, তার মধ্যে তীব্র শীত। তাই গত কয়েকদিন ধরে অসুস্থ হয়ে পড়েছিলেন তাঁর স্ত্রী।
এসআইআর-এর কাজের চাপ থাকায় বিশ্রাম নেওয়ার সময় পাচ্ছিলেন না তিনি। বুধবার ভোরে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে বাড়িতে ছুটে যান ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গায়ত্রী ঘোষ। কাউন্সিলরের অভিযোগ নির্বাচন কমিশনের অতিরিক্ত চাপের ফলেই বিএলওরা অসুস্থ হয়ে পড়ছেন।
Published on: Jan 07, 2026 04:23 PM
