World Smallest Country: বিশ্বের ক্ষুদ্রতম দেশ!
World Smallest Country: পৃথিবীর ক্ষুদ্রতম দেশ সিল্যান্ড উত্তর সাগরে অবস্থিত। সিল্যান্ড আদতে একটি দ্বীপরাষ্ট্র। এটি আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি এখনও।
শুধুমাত্র দুখানি পিলার তাঁর ওপরেই দাঁড়িয়ে রয়েছে আস্ত একটি রাষ্ট্র! পৃথিবীর ক্ষুদ্রতম দেশ সিল্যান্ড (Sea Land)। উত্তর সাগরে (North Sea) অবস্থিত এই দেশ। সিল্যান্ড আদতে একটি দ্বীপরাষ্ট্র। এটি আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি এখনও। ইংল্যান্ডের সাফোক উপকূলের ১০ কিলোমিটার দূরে সিল্যান্ড।
২য় বিশ্বযুদ্ধের সময়ে ব্রিটেনের তৈরি ধ্বংসপ্রাপ্ত এক সমুদ্র দুর্গে তৈরি এই দেশ। এই দেশের আয়তন ০.৪৪ বর্গকিলোমিটার। দেশটির বর্তমান জনসংখ্যা ৮০০। সিল্যান্ড দেশটি আগে ইটালির অধীনে ছিল। ১৯২৯ এ সিল্যান্ড স্বাধীন হয়। দুটি স্তম্ভের ওপরে দাঁড়িয়ে রয়েছে এই দেশ। দেশটির সরকারি ভাষা ইতালিয়। সিল্যান্ডের মুদ্রা হিসাবে ব্যবহৃত হয় ইউরো। দেশটির নিজস্ব জাতীয় পতাকা ও জাতীয় সংগীত আছে। তবে এখনও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ছোট দেশ হিসাবে ভ্যাটিকান সিটিই গ্রাহ্য।
Latest Videos