AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nadia Trinamool: অবসরপ্রাপ্ত জওয়ানের ভিটে মাটি হাতিয়ে নিয়েছে তৃণমূল নেতা, অভিযোগ এমনই!

Nadia Trinamool: অবসরপ্রাপ্ত জওয়ানের ভিটে মাটি হাতিয়ে নিয়েছে তৃণমূল নেতা, অভিযোগ এমনই!

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Dec 03, 2025 | 2:18 PM

Share

Indian Army Personnel: একজন দেশপ্রেমিক, যিনি দেশের জন্য লড়েছেন, এমন মানুষের জমি-বাড়ি হাতিয়ে নিল কে? ঘটনায় অভিযোগের তির নদিয়ার হাঁসখালি তৃণমূল যুব সভাপতির বিরুদ্ধে। মঙ্গলবার ওই অবসরপ্রাপ্ত সেনা জওয়ানের সঙ্গে দেখা করতে যান বিজেপি নেতা সজল ঘোষ।

একটা সময় দেশের জন্য লড়েছেন প্রাণ বাজি রেখে। তারপর সেনাবাহিনী থেকে অবসর। আর এবার সেই অবসরপ্রাপ্ত জওয়ানই হয়েছেন প্রতারণার শিকার। হারিয়েছেন নিজের পৈতৃক ভিটে। ভিটে-মাটি হারিয়ে সস্ত্রীক তিনি শান্তিপূর্ণ ধর্নায় বসেছেন গান্ধীমূর্তির পাদদেশে।

কিন্তু একজন দেশপ্রেমিক, যিনি দেশের জন্য লড়েছেন, এমন মানুষের জমি-বাড়ি হাতিয়ে নিল কে? ঘটনায় অভিযোগের তির নদিয়ার হাঁসখালি তৃণমূল যুব সভাপতির বিরুদ্ধে। মঙ্গলবার ওই অবসরপ্রাপ্ত সেনা জওয়ানের সঙ্গে দেখা করতে যান বিজেপি নেতা সজল ঘোষ।

২০০৫ সালে বগুলায় জমি কিনে বাড়ি তৈরি করেন শঙ্করকুমার মজুমদার। ভুয়ো কাগজ বের করে সেই জমি-বাড়ি দখল করেছে তৃণমূল নেতা, অভিযোগ এমনই। অবশ্য এখানেই শেষ নয়। অভিযোগ আরও আছে। তিনি জানিয়েছেন, পুলিশ ও মহকুমা শাসককে বারবার জানিয়েও কাজ হয়নি।

Published on: Dec 03, 2025 02:11 PM