Pujoy Pulse 2025: পুজোর আমেজ বাড়াল পালস গোলমোল, ট্যাবলো ঘিরে উচ্ছ্বাস আলিপুরদুয়ার ও কোচবিহারে

Pujoy Pulse 2025: রাজ্যের কোণায় কোণায় পৌঁছে গিয়েছে পুজোয় পালসের ট্যাবলো। আর সেই ট্যাবলো যেখানেই গিয়েছে, মানুষের উন্মাদনা চোখে পড়ছে। পথচলতি মানুষজন ট্যাবলোর সামনে দাঁড়িয়ে পড়ছেন। পালস গোলমোলে মজেছেন। সেই ছবি দেখা গেল কোচবিহার ও আলিপুরদুয়ারে।

Sep 27, 2025 | 3:13 PM

1 / 9
পুরোপুরি পুজোর আমেজ। কখনও কখনও বৃষ্টি হলেও পুজো মণ্ডপে ভিড় করেছেন দর্শনার্থীরা। আর এই আবহে পুজোর আমেজকে আরও বাড়িয়ে তুলতে টিভি৯ বাংলা ও পালস ক্যান্ডির উদ্যোগে পুজোয় পালসের ট্যাবলো পৌঁছে গিয়েছে রাজ্যের কোণায় কোণায়।

পুরোপুরি পুজোর আমেজ। কখনও কখনও বৃষ্টি হলেও পুজো মণ্ডপে ভিড় করেছেন দর্শনার্থীরা। আর এই আবহে পুজোর আমেজকে আরও বাড়িয়ে তুলতে টিভি৯ বাংলা ও পালস ক্যান্ডির উদ্যোগে পুজোয় পালসের ট্যাবলো পৌঁছে গিয়েছে রাজ্যের কোণায় কোণায়।

2 / 9
ঢাকের বাদ্যি। সঙ্গে পালস গোলমোল। উচ্ছ্বসিত সাধারণ মানুষ।

ঢাকের বাদ্যি। সঙ্গে পালস গোলমোল। উচ্ছ্বসিত সাধারণ মানুষ।

3 / 9
পুজোয় পালসের ট্যাবলো ঘিরে আলিপুরদুয়ার ও কোচবিহারে ভিড় দেখা গেল।

পুজোয় পালসের ট্যাবলো ঘিরে আলিপুরদুয়ার ও কোচবিহারে ভিড় দেখা গেল।

4 / 9
স্কুলছাত্রীরা ট্যাবলোর সামনে হাজির। পালস গোলমোল খেয়ে খুশি তারা।

স্কুলছাত্রীরা ট্যাবলোর সামনে হাজির। পালস গোলমোল খেয়ে খুশি তারা।

5 / 9
পালস গোলমোল মুখে দিয়ে কেউ বললেন, "এটা খেতে ভালই লাগে।" তেঁতুলের স্বাদে মজলেন তাঁরা।

পালস গোলমোল মুখে দিয়ে কেউ বললেন, "এটা খেতে ভালই লাগে।" তেঁতুলের স্বাদে মজলেন তাঁরা।

6 / 9
রাস্তার ধারে পালসের ট্যাবলো দেখে দাঁড়িয়ে পড়লেন অনেকে।

রাস্তার ধারে পালসের ট্যাবলো দেখে দাঁড়িয়ে পড়লেন অনেকে।

7 / 9
পুজোয় পালসের ট্যাবলোতে এবার রয়েছে হুইলও। সেই হুইল ঘোরালেই মিলছে উপহার। তা নিয়েও উচ্ছ্বসিত সবাই।

পুজোয় পালসের ট্যাবলোতে এবার রয়েছে হুইলও। সেই হুইল ঘোরালেই মিলছে উপহার। তা নিয়েও উচ্ছ্বসিত সবাই।

8 / 9
হুইল ঘুরিয়ে পুরস্কার পেতে জড়ো হয়েছেন অনেকে। যাঁরা পুরস্কার পেলেন, তাঁদের মুখে হাসি ফুটল। পুরস্কার না পেলেও অবশ্য পালস গোলমোলের স্বাদে মজলেন সবাই।

হুইল ঘুরিয়ে পুরস্কার পেতে জড়ো হয়েছেন অনেকে। যাঁরা পুরস্কার পেলেন, তাঁদের মুখে হাসি ফুটল। পুরস্কার না পেলেও অবশ্য পালস গোলমোলের স্বাদে মজলেন সবাই।

9 / 9
গত ২ বছরের অভূতপূর্ব সাফল্যের পর এবার পুজোয় পালসের সিজন থ্রি। এবারের থিম গোল কা মোল, গোলের মূল্য।

গত ২ বছরের অভূতপূর্ব সাফল্যের পর এবার পুজোয় পালসের সিজন থ্রি। এবারের থিম গোল কা মোল, গোলের মূল্য।