জলপাইগুড়ি: ময়নাগুড়িতে টর্নেডোর ভিডিয়ো ভাইরাল। যদিও এই ভিডিয়োর সত্যতা টিভিনাইন বাংলা যাচাই করেনি। তবে যে ভিডিয়ো দেখা যাচ্ছে, তাতে ঘূর্ণির মতো মেঘ উড়তে শুরু করে। আশপাশের এলাকা একেবারে তছনছ।
উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস ছিলই। রবিবার দুপুরের পর থেকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার, এই তিন জেলার উপর বিরাট মেঘপুঞ্জ ছিল। যার প্রভাবে নানা জায়গায় ঝড়বৃষ্টি, কালবৈশাখী হয়েছে।
তবে ময়নাগুড়িতে ঝড়ের যে রুদ্ররূপ দেখা গিয়েছে, তা টর্নেডোর ছাড়া কিছুই নয়। আমেরিকাতে এরকম ‘ফানেল ক্লাউড’ দেখা যায়। হাতির শুঁড়ের মতো মেঘ উপর থেকে মাটি পর্যন্ত বিস্তৃত থাকে। এই টর্নেডোর গতি মারাত্মক।
কালবৈশাখীর সঙ্গে টর্নেডোর বিস্তর ফারাক রয়েছে। কয়েক সেকেন্ডের মধ্যে সবকিছু ধ্বংস করে দেয় টর্নেডো। পালানোর সময়টুকু দেয় না। ঘণ্টায় ৪৫ কিলোমিটার কোনও ঝড়ের গতিবেগ হলে তাকে কালবৈশাখী বলা যেতে পারে। ময়নাগুড়ির যে ছবি এসেছে, ঘণ্টায় ১০০ কিলোমিটারের উপরে ঝড়ের গতিবেগ থাকলেও অবাক হওয়ার কিছু নেই। টর্নেডো নিয়ে কোনও পূর্বাভাস সম্ভব নয়। অল্প জায়গায় হঠাৎ করেই এই ঝড় ওঠে। মুহূর্তে সমস্ত কিছু ধ্বংস করে শেষ হয়।
জলপাইগুড়ি: ময়নাগুড়িতে টর্নেডোর ভিডিয়ো ভাইরাল। যদিও এই ভিডিয়োর সত্যতা টিভিনাইন বাংলা যাচাই করেনি। তবে যে ভিডিয়ো দেখা যাচ্ছে, তাতে ঘূর্ণির মতো মেঘ উড়তে শুরু করে। আশপাশের এলাকা একেবারে তছনছ।
উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস ছিলই। রবিবার দুপুরের পর থেকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার, এই তিন জেলার উপর বিরাট মেঘপুঞ্জ ছিল। যার প্রভাবে নানা জায়গায় ঝড়বৃষ্টি, কালবৈশাখী হয়েছে।
তবে ময়নাগুড়িতে ঝড়ের যে রুদ্ররূপ দেখা গিয়েছে, তা টর্নেডোর ছাড়া কিছুই নয়। আমেরিকাতে এরকম ‘ফানেল ক্লাউড’ দেখা যায়। হাতির শুঁড়ের মতো মেঘ উপর থেকে মাটি পর্যন্ত বিস্তৃত থাকে। এই টর্নেডোর গতি মারাত্মক।
কালবৈশাখীর সঙ্গে টর্নেডোর বিস্তর ফারাক রয়েছে। কয়েক সেকেন্ডের মধ্যে সবকিছু ধ্বংস করে দেয় টর্নেডো। পালানোর সময়টুকু দেয় না। ঘণ্টায় ৪৫ কিলোমিটার কোনও ঝড়ের গতিবেগ হলে তাকে কালবৈশাখী বলা যেতে পারে। ময়নাগুড়ির যে ছবি এসেছে, ঘণ্টায় ১০০ কিলোমিটারের উপরে ঝড়ের গতিবেগ থাকলেও অবাক হওয়ার কিছু নেই। টর্নেডো নিয়ে কোনও পূর্বাভাস সম্ভব নয়। অল্প জায়গায় হঠাৎ করেই এই ঝড় ওঠে। মুহূর্তে সমস্ত কিছু ধ্বংস করে শেষ হয়।