ধূপগুড়ি: অনশন স্থগিত রাখার সিদ্ধান্ত নিল মহকুমা নাগরিক মঞ্চ। ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায়ের আশ্বাসে অনশন তুলে নিলেন তাঁরা। বস্তুত, একাধিক প্রতিশ্রুতির পরও মহকুমা নিয়ে নোটিফিকেশন জারি হয়নি। সেই অভিযোগ নিয়ে অনশনে বসেছিলেন মহকুমার পঞ্চায়েত সদস্যরা। জোরাল দাবি তোলেন তাঁরা। অবশেষে বিধায়কের হস্তক্ষেপে উঠল অনশন।
জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকে অনশনে বসেন বিক্ষোভকারীরা। অসুস্থ হয়ে পড়েন অঙ্কুর দাস নামে এক আন্দোলনকারী। রাতেই তাঁকে ধূপগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় জলপাইগুড়িতে স্থানান্তরিত করা হয় তাঁকে।
পরিস্থিতি আরও খারাপ হতে পারে এই আশঙ্কা করে অনশন মঞ্চে আসেন বিধায়ক নির্মল চন্দ্র রায়। তাঁর সঙ্গে ছিলেন ধূপগুড়ির পঞ্চায়েত সমিতির সদস্যা অর্চনা সূত্রধর। দীর্ঘক্ষণ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন তাঁরা। সূত্রের খবর, এরপর ফোনে কথা হয় রাজ্যের আইনমন্ত্রী, মলয় ঘটকের সঙ্গেও। নির্মলবাবু বিক্ষোভকারীদের আশ্বাস দিয়েছেন,খুব শীঘ্রই ধূপগুড়ি মহাকুমার নোটিফিকেশন জারি হবে। বিষয়টি বিচারপতির কাছে আটকে রয়েছে।
এরপর তিনি জানান, ধূপগুড়ি মহকুমা যেমন ঘোষণা হয়েছে তেমনই হবে। এর মধ্যে কোনও ভাওতা নেই। এরপর বিধায়ক নিজে হাতে আন্দোলনকারীদের গ্লুকোজ খাইয়ে দেন। তারপর উঠে যায় অনশন। তবে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দেন সম্পূর্ণরূপে অনশন প্রত্যাহার করলেন না, স্থগিত করা হলো এই অনশন। দুটি মহকুমা নোটিফিকেশন জারি না হলে ফের আন্দোলনের পথে যাবেন তাঁরা।
ধূপগুড়ি: অনশন স্থগিত রাখার সিদ্ধান্ত নিল মহকুমা নাগরিক মঞ্চ। ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায়ের আশ্বাসে অনশন তুলে নিলেন তাঁরা। বস্তুত, একাধিক প্রতিশ্রুতির পরও মহকুমা নিয়ে নোটিফিকেশন জারি হয়নি। সেই অভিযোগ নিয়ে অনশনে বসেছিলেন মহকুমার পঞ্চায়েত সদস্যরা। জোরাল দাবি তোলেন তাঁরা। অবশেষে বিধায়কের হস্তক্ষেপে উঠল অনশন।
জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকে অনশনে বসেন বিক্ষোভকারীরা। অসুস্থ হয়ে পড়েন অঙ্কুর দাস নামে এক আন্দোলনকারী। রাতেই তাঁকে ধূপগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় জলপাইগুড়িতে স্থানান্তরিত করা হয় তাঁকে।
পরিস্থিতি আরও খারাপ হতে পারে এই আশঙ্কা করে অনশন মঞ্চে আসেন বিধায়ক নির্মল চন্দ্র রায়। তাঁর সঙ্গে ছিলেন ধূপগুড়ির পঞ্চায়েত সমিতির সদস্যা অর্চনা সূত্রধর। দীর্ঘক্ষণ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন তাঁরা। সূত্রের খবর, এরপর ফোনে কথা হয় রাজ্যের আইনমন্ত্রী, মলয় ঘটকের সঙ্গেও। নির্মলবাবু বিক্ষোভকারীদের আশ্বাস দিয়েছেন,খুব শীঘ্রই ধূপগুড়ি মহাকুমার নোটিফিকেশন জারি হবে। বিষয়টি বিচারপতির কাছে আটকে রয়েছে।
এরপর তিনি জানান, ধূপগুড়ি মহকুমা যেমন ঘোষণা হয়েছে তেমনই হবে। এর মধ্যে কোনও ভাওতা নেই। এরপর বিধায়ক নিজে হাতে আন্দোলনকারীদের গ্লুকোজ খাইয়ে দেন। তারপর উঠে যায় অনশন। তবে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দেন সম্পূর্ণরূপে অনশন প্রত্যাহার করলেন না, স্থগিত করা হলো এই অনশন। দুটি মহকুমা নোটিফিকেশন জারি না হলে ফের আন্দোলনের পথে যাবেন তাঁরা।