DVC Abhiyan: মাইথনের পর এবার পাঞ্চেত! ফের ডিভিসি ঘেরাওয়ের ডাক তৃণমূলের

DVC Abhiyan of TMC: বৃহস্পতিবারও জল ছাড়া হয়েছে দুই ড্যাম থেকেই। মাইথন ও পাঞ্চেত থেকে মোট জল ছাড়া হয় ১৫ হাজার কিউসেক জল ছাড়া হয় বলে জানা যায়। মাইথন থেকে ৯ হাজার কিউসেক, একইসঙ্গে পাঞ্চেত থেকে ৬ হাজার কিউসেক হারে জল ছাড়া হয় বলে জানা যাচ্ছে।

DVC Abhiyan: মাইথনের পর এবার পাঞ্চেত! ফের ডিভিসি ঘেরাওয়ের ডাক তৃণমূলের
ফের আন্দোলনে তৃণমূলImage Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Oct 10, 2025 | 12:20 AM

আসানসোল: ডিভিসির বিরুদ্ধে ক্ষোভের অন্ত নেই। লাগাতার নিম্নচাপ, বৃষ্টির মধ্যে জল ছাড়া নিয়ে রাজ্য-ডিভিসি টানাপোড়েনের অন্ত নেই। অন্যদিকে জলের চাপে ফের বন্যা পরিস্থিতি রাজ্যের একটা বড় অংশে। অবস্থা দিনে দিনে খারাপ হয়েছে ঘাটাল থেকে খানাকুল-আরামবাগের বড় অংশের। এরইমধ্যে মাইথনের পর এবার পাঞ্চেতেও ডিভিসির অফিস ঘেরাওয়ের ডাক তৃণমূলের। শুক্রবার হবে ঘেরাও অভিযান। দেওয়া হবে গণডেপুটেশন। খবর এমনটাই। 

এর আগেও একই ধরনের একটি কর্মসূচি দেখা গিয়েছিল। মঙ্গলবার DVC-র মাইথন অফিস ঘেরাও করেছিল ঝাড়খণ্ড প্রদেশ তৃণমূল। নেতৃত্বে অবশ্য ছিল আসানসোলের তৃণমূল নেতারা। একইসঙ্গে দেখা গিয়েছিল পশ্চিম বর্ধমানের তৃণমূল বিধায়ক থেকে কাউন্সিলরদের। বড় উদ্যোগ দেখা গিয়েছিল আসানসোল থেকে। প্রায় একশোর বেশি SBSTC বাস তুলে নেওয়া হয় সেখানকার ডিপো থেকে। কর্মসূচির জন্য আনা হয়েছিল প্রায় ৫ থেকে ৬ হাজার মানুষকে। 

মাইথনের অফিস ঘেরাও অভিযানে দেখা গিয়েছিল মন্ত্রী মলয় ঘটক, তৃণমূল বিধায়ক নরেন চক্রবর্তী, বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়দের। দ্রুত ডিভিসি নিজেদের না শোধরালে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়ে এসেছিলেন। এবার একই কায়দায় হতে তলেছে পাঞ্চেতের ডিভিসি অফিস অভিযান। 

সূত্রের খবর, শুক্রবার পাঞ্চেতে DVC অফিস ঘেরাওয়ে থাকবে পশ্চিম বর্ধমান ও পুরুলিয়ার তৃণমূল কর্মীরা। নেতৃত্ব থাকছেন মন্ত্রী মলয় ঘটক। এদিকে বৃহস্পতিবারও জল ছাড়া হয়েছে দুই ড্যাম থেকেই। মাইথন ও পাঞ্চেত থেকে মোট জল ছাড়া হয় ১৫ হাজার কিউসেক জল ছাড়া হয় বলে জানা যায়। মাইথন থেকে ৯ হাজার কিউসেক, একইসঙ্গে পাঞ্চেত থেকে ৬ হাজার কিউসেক হারে জল ছাড়া হয় এদিন।