Murshidabad: মাছ ধরতে গিয়ে মাথায় ভেঙে পড়ল বাজ, ২১ বছরেই শেষ সবটা

Koushik Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 29, 2024 | 8:29 PM

Murshidabad: জানা যাচ্ছে, বছর একুশের বিরোচন নন্দী নামে ওই যুবকের বাড়ি শক্তিপুর থানার কামনগর এলাকায়। রবিবার তিলিপাড়া মাঠে মাছ ধরতে গিয়েছিল একদল পড়ার যুবক। বন‍্যার জলে চাষের জমিতে মাছ ধরছিল সবাই। সেই সময় আচমকাই বৃষ্টি শুরু হয়।

Murshidabad: মাছ ধরতে গিয়ে মাথায় ভেঙে পড়ল বাজ, ২১ বছরেই শেষ সবটা
মুর্শিদাবাদে বাজ পড়়ে মৃত্যু
Image Credit source: Tv9 Bangla

Follow Us

শক্তিপুর: মাছ ধরতে গিয়েছিল বছর একুশের যুবক। তবে তা কাল হয়ে দাঁড়াবে কেউ ভাবতেও পারেননি। আচকমা বিপদ যেন এসে দাঁড়াল সামনে। অকালেই চলে গেল তরতাজা একটা প্রাণ। জানা যাচ্ছে, মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয় তাঁর। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শক্তিপুর থানা এলাকার কামনগর তিলিপাড়া মাঠে।

জানা যাচ্ছে, বছর একুশের বিরোচন নন্দী নামে ওই যুবকের বাড়ি শক্তিপুর থানার কামনগর এলাকায়। রবিবার তিলিপাড়া মাঠে মাছ ধরতে গিয়েছিল একদল পড়ার যুবক। বন‍্যার জলে চাষের জমিতে মাছ ধরছিল সবাই। সেই সময় আচমকাই বৃষ্টি শুরু হয়। তারপর আচমকা বাজ পড়ে। গুরুতর জখম অবস্থায় বিরোচনকে নিয়ে আসে ডাঙায়। খবর পেয়ে ঘটনাস্থলে শক্তিপুর থানার পুলিশ পৌঁছে তড়িঘড়ি শক্তিপুর প্রথমিক সাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেইখানেই ডাক্তার দেখে সেখানেই মৃত বলে ঘোষণা করে।

এ দিকে এই মর্মান্তিক ঘটনা যেমন সামনে এসেছে, তেমনই আবহাওয়া অফিস বলছে আগামী দু’দিন অর্থাৎ সোমবার ও মঙ্গলবার বাংলায় বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমবে।ফলে তাপমাত্রাও বাড়বে, থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। ভারী বৃষ্টি আর না হলেও হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। আগামী ১ অক্টোবর অর্থাৎ মঙ্গলবার থেকে ৪ তারিখ অর্থাৎ আগামী শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত বা মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে।

Next Article