Nadia: মামার বাড়িতে ১১ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, কাঠগড়ায় ৭৫ বছরের দাদু

Nadia: পরিবার সূত্রে জানা যাচ্ছে, একটি অনুষ্ঠান উপলক্ষে বেশ কয়েকদিন আগেই তেহট্টে মামার বাড়ি আসে ওই নাবালিকা। শুক্রবার বিকালে সেখানে আসে পাশের বাড়ির এক দাদু। তারপরই ঘটে ওই নারকীয় ঘটনা।

Nadia: মামার বাড়িতে ১১ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, কাঠগড়ায় ৭৫ বছরের দাদু
শোরগোল এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Apr 19, 2025 | 12:00 AM

তেহট্ট: মামার বাড়ি বেড়াতে এসেছিল ১১ বছরের বাচ্চা মেয়েটা। সেখানেই তাঁকে ধর্ষণের অভিযোগ উঠল ৭৫ বছরের প্রতিবেশী দাদুর বিরুদ্ধে। শুক্রবার বিকালে চাঞ্চল্যকর ঘটনা তেহট্টে। নাবালিকার চিৎকার শুনেই ছুটে আসে আশপাশের লোকজন। একেবারে হাতেনাতে ধরা পড়ে যায় বৃদ্ধ। অভিযুক্তকে আটকে রাকে এলাকার লোকজন। খবর দেওয়া হয় পুুলিশে। সূত্রের খবর, বৃদ্ধের অপকর্ম আবার ঘরের বেড়ার ফাঁক দিয়ে ভিডিয়োও করে রাখে কেউ। সেই ভিডিয়ো সামনে আসতেই আরও ক্ষেপে যায় গ্রামের লোকজন। 

শেষ পর্যন্ত ঘটনাস্থলে আসে পুলিশ। গ্রেফতার করা হয় হয় অভিযুক্তকে। তাঁর কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি তুলেছেন এলাকার লোকজন। ক্ষোভে ফুঁসছেন নির্যাতিতার পরিবারের সদস্যরাও। 

পরিবার সূত্রে জানা যাচ্ছে, একটি অনুষ্ঠান উপলক্ষে বেশ কয়েকদিন আগেই তেহট্টে মামার বাড়ি আসে ওই নাবালিকা। শুক্রবার বিকালে সেখানে আসে পাশের বাড়ির এক দাদু। অভিযোগ, বাড়ি ফাঁকা থাকার সুযোগে ঘরে নিয়ে চলে যায় নাবালিকাকে। সেই সময় ঘরে আরও একটি বাচ্চা ছেলে ছিল। সে ঘর থেকে বেরিয়ে যেতেই নারকীয় অত্যাচার শুরু করে। কিন্তু, শেষ পর্যন্ত ধরা পড়ে যায় এলাকার লোকজনের  হাতে। ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা এলাকায়।