Messi In Kolkata: ‘১০ টাকার জলের বোতল ১৫০ টাকায়, মেসিকে এনে ১০০ কোটির ঘাপলা হয়েছে’, কোন কোন খাতে? বিস্ফোরক তথ্য

Messi In Kolkata: "কাল মাঠ থেকে আওয়াজ উঠেছিল, আমরা মেসিকে দেখতে এসেছিলাম। আমি নিশ্চিতভাবে বলতে পারি, স্টেডিয়ামও হয়তো পাঁচ টাকা, এক টাকা দিয়ে প্রতীকীভাবে বুক করা হয়েছে। কিন্তু তাতে আমাদের কোনও আপত্তি নেই।"

Messi In Kolkata: ১০ টাকার জলের বোতল ১৫০ টাকায়, মেসিকে এনে ১০০ কোটির ঘাপলা হয়েছে, কোন কোন খাতে? বিস্ফোরক তথ্য
রণক্ষেত্র যুবভারতী Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 14, 2025 | 11:45 AM

কলকাতা:  যুবভারতী ক্রীড়াঙ্গনে চরম বিশৃঙ্খলা। আর সেখানেই ১০০ কোটি টাকার ঘাপলা হয়েছে। এর নেপথ্যে বড় কোনও মাথা জড়িত রয়েছে বলেই অভিযোগ করেছেন প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি অভিযোগ করেছেন, “কাল মাঠ থেকে আওয়াজ উঠেছিল, আমরা মেসিকে দেখতে এসেছিলাম। আমি নিশ্চিতভাবে বলতে পারি, স্টেডিয়ামও হয়তো পাঁচ টাকা, এক টাকা দিয়ে প্রতীকীভাবে বুক করা হয়েছে। কিন্তু তাতে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু আপত্তি একটা জায়গা রয়েছে, যেখানে সাধারণ মানুষের আপত্তি ছিল, ১০টাকার জলের বোতল বিক্রি হয়েছে ১৫০-২০০ টাকায়। মেসিকে চুরি করে নিয়ে গিয়েছে, তাতে আপত্তি রয়েছে। প্রায় ১০০ কোটি টাকার ব্যবসা হয়েছে।”

অর্জুনের বক্তব্য, “সাধারণ মানুষ বলছে, যাঁদেরকে দেখা গিয়েছে মাঠে, তাঁদের দেখতে ১০০ কোটি টাকা খরচ করা হয়েছে। কোটি কোটি টাকা খাওয়া হয়েছে। তার জন্য দ্রুত ইডি তদন্তের প্রয়োজন। কী চুক্তি হয়েছিল, কী চুক্তি লস হল, বলতে হবে।” তাঁর প্রশ্ন, কেন ডিজি-কে মাঝখানে প্রেস কনফারেন্স ছেড়ে উঠে যেতে হল? তাঁর কথায়, “ডিজি আবেগে বলে ফেলেছেন, সবাই বুঝতে পারছেন। উনি বলার পর দুমিনিটের মধ্যে প্রেস কনফারেন্স ছেড়ে উঠে যেতে হল।”

উল্লেখ্য, মেসিকে দেখার জন্য কেউ চার হাজার টাকা, কেউ আট হাজার টাকা, কেউ ১০ হাজার টাকা দিয়ে টিকিট কেটেছেন।  বিশৃঙ্খলার চোটে ‘ভগবান’কে দেখতেই পারলেন না তাঁরা। পুলিশ থেকে উদ্যোক্তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় স্টেডিয়াম। বেপরোয়া ভাঙচুর চলে স্টেডিয়ামে, সরকারি সম্পত্তিতেও চলে ভাঙচুর। এই পরিস্থিতিতে টাকা ফেরত দেওয়ার কথা বললেন রাজ্য পুলিশে ডিজি রাজীব কুমার।