Hasnabad News: খালের ধারে ওইটা কী! দেখেই চমকে গেলেন এলাকাবাসী

অর্ণব ব্রহ্ম | Edited By: অবন্তিকা প্রামাণিক

May 19, 2024 | 10:17 AM

North 24 pargana News: পরিবার সূত্রে জানা যায় রামেশ্বরপুর খোষালের মোরে বাড়ি মৃত ওই যুবকের নাম মোফার গাজী বছর ৩৭ বয়স৷ মৃত মোফার গাজীর ছেলের দাবি গত দুদিন আগে স্থানীয় আনারুল গাজী ওরফে মগায় নামে এক যুবক এসে ডেকে নিয়ে যায় তার বাবাকে। তারপর থেকে গত দুদিন পরিবারের সঙ্গে কোনও যোগাযোগ নেই।

Hasnabad News: খালের ধারে ওইটা কী! দেখেই চমকে গেলেন এলাকাবাসী
পুকুর থেকে উদ্ধার দেহ
Image Credit source: Tv9 Bangla

Follow Us

হাসনাবাদ: খালের ধারে পড়ে রয়েছে যুবকের দেহ। স্থানীয় মৎস্যজীবীরা দেখতে পায় সেই যুবকের দেহ। ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার হাসনাবাদের রামেশ্বরপুর খড়ুর এলাকায়। গোটা ঘটনায় খবর দেওয়া হয় থানায়। হাসনাবাদ থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়।

পরিবার সূত্রে জানা যায়, মৃত যুবকের নাম মোফার গাজি (৩৭)। রামেশ্বরপুর খোষালের মোরে বাড়ি। ছেলেটির পরিবারের দাবি, গত দু’দিন আগে স্থানীয় আনারুল গাজী ওরফে মগায় নামে এক যুবক এসে ডেকে নিয়ে যায় তাঁর বাবাকে। তারপর থেকে গত দু’দিন পরিবারের সঙ্গে কোনও যোগাযোগ নেই মোফারের সঙ্গে।

পরিবার সূত্রে জানা যায় রামেশ্বরপুর খোষালের মোরে বাড়ি মৃত ওই যুবকের নাম মোফার গাজী বছর ৩৭ বয়স৷ মৃত মোফার গাজীর ছেলের দাবি গত দুদিন আগে স্থানীয় আনারুল গাজী ওরফে মগায় নামে এক যুবক এসে ডেকে নিয়ে যায় তার বাবাকে। তারপর থেকে গত দুদিন পরিবারের সঙ্গে কোনও যোগাযোগ নেই।

এরপর আজ ভোরে মোফারের নিথর দেহ পাওয়া যায় রামেশ্বরপুরের খরুর খালের ধারে। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায় মৃতের হাতে মারের দাগ রয়েছে। গলায় কাটা দাগ। এরপর আজ ভোরে মোফারের নিথর দেহ পাওয়া যায় রামেশ্বরপুরের খরুর খালের ধারে।

Next Article
Sandeshkhali: সন্দেশখালিতে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, CBI-এর কাছে অভিযোগ দায়ের পরিবারের
Sandeshkhali: সন্দেশখালিতে অষ্টম শ্রেণির নাবালিকাকে ‘যৌন নির্যাতন’, গ্রেফতার তৃণমূল নেতার ছেলে