Debra: হুগলীর যুবতীকে ডেবরায় এনে ধর্ষণের অভিযোগ, গাড়ির মধ্যেই ‘ঘৃণ্য কাজ’ ৩ যুবকের, গ্রেফতার সকলেই

Debabrata Sarkar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 22, 2025 | 4:35 PM

Debra: পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে ওই যুবতীকে ফোন করেন ডেবরার তিন যুবক। অভিযোগ, তাঁকে কাজের সুযোগ করে দেওয়ার কথা বলে ডেকে পাঠান তাঁরা। নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর পর যুবতীকে জোরপূর্বক গাড়িতে তোলেন অভিযুক্তরা।

Debra: হুগলীর যুবতীকে ডেবরায় এনে ধর্ষণের অভিযোগ, গাড়ির মধ্যেই ঘৃণ্য কাজ ৩ যুবকের, গ্রেফতার সকলেই
প্রতীকী ছবি
Image Credit source: Tv9 Bangla

Follow Us

ডেবরা: ওয়েব সিরিজ ‘বোধন’-এর কথা মনে আছে? যেখানে গাড়ির মধ্যেই ধর্ষণের একটি সিন দেখানো হয়েছিল? এবার আর সিনেমা নয় একেবারে বাস্তব ঘটনা এই বাংলায়। কাজ পাইয়ে দেওয়ার নামে হুগলির যুবতীকে পশ্চিম মেদিনীপুরের ডেবরায় নিয়ে আসার অভিযোগ। তারপর সেখানে নিয়ে এসে গাড়ির ভিতরেই ধর্ষণের অভিযোগ তিন যুবকের বিরুদ্ধে। ঘটনায় গ্রেফতার তিনজন।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে ওই যুবতীকে ফোন করেন ডেবরার তিন যুবক। অভিযোগ, তাঁকে কাজের সুযোগ করে দেওয়ার কথা বলে ডেকে পাঠান তাঁরা। নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর পর যুবতীকে জোরপূর্বক গাড়িতে তোলেন অভিযুক্তরা। এরপর চলন্ত গাড়ির মধ্যেই একে একে তিন বন্ধু মিলে ধর্ষণ করেন বলে অভিযোগ। ঘটনার পর কোনও ভাবে পালিয়ে ডেবরা থানায় পৌঁছন নির্যাতিতা।

থানায় গিয়ে তিনি অভিযুক্ত তিন যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। ঘটনার খবর পাওয়া মাত্রই তদন্তে নামে ডেবরা থানার পুলিশ। তদন্তের ভিত্তিতে তৎক্ষণাৎ ডেবরা থেকেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়। শনিবার গ্রেফতার হওয়া তিন যুবককে মেদিনীপুর আদালতে পেশ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।