Pujoy Pulse 2025: ‘সবাই খান’, পালস গোলমোল মুখে দিয়েই হাসি, ট্যাবলো ঘিরে উন্মাদনা

Pujoy Pulse 2025: পুজোয় পালসের ট্যাবলো যেখানেই যাচ্ছে, সেখানে মানুষের উন্মাদনা চোখে পড়ছে। পথচলতি মানুষজন ট্যাবলোর সামনে দাঁড়িয়ে পড়ছেন। পালস গোলমোলের স্বাদ নিচ্ছেন। পুজো শুরুর আগেই যে পুজোর আমেজ এনে দিচ্ছে তেঁতুলের স্বাদে ভরা পালস গোলমোল, সেটা তাঁদের কথা শুনেই বোঝা যাচ্ছে।

Sep 13, 2025 | 7:27 PM

খড়্গপুর: বাজছে ঢাক। আর সেই ঢাকের তালে পুজোর আমেজ। সঙ্গে পালস গোলমোল। মুখে দিয়েই কারও হাসি ফুটে উঠল। কেউ বললেন, বন্ধুদেরও খাওয়াবেন। কেউ সবাইকে খেতে অনুরোধ করলেন। টিভি৯ বাংলা ও পালস ক্যান্ডির উদ্যোগে পুজোয় পালসের ট্যাবলো ঘিরে এমনই উন্মাদনা দেখা গেল পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে। পালস গোলমোলে মজলেন সবাই।

গত ২ বছরের অভূতপূর্ব সাফল্যের পর এবার পুজোয় পালসের সিজন থ্রি। এবারের থিম গোল কা মোল, গোলের মূল্য। রাজ্যের কোণায় কোণায় পৌঁছে যাচ্ছে পুজোয় পালসের ট্যাবলো। আর সেই ট্যাবলো যেখানেই যাচ্ছে, সেখানে মানুষের উন্মাদনা চোখে পড়ছে। পথচলতি মানুষজন ট্যাবলোর সামনে দাঁড়িয়ে পড়ছেন। পালস গোলমোলের স্বাদ নিচ্ছেন। পুজো শুরুর আগেই যে পুজোর আমেজ এনে দিচ্ছে তেঁতুলের স্বাদে ভরা পালস গোলমোল, সেটা তাঁদের কথা শুনেই বোঝা যাচ্ছে। পুজোয় পালসের ট্যাবলোতে থাকছে হুইলও। সেই হুইল ঘোরালেই মিলছে উপহার।

ট্যাবলো ঘিরে ভিড় সাধারণ মানুষের

পুজোয় পালসের ট্যাবলো ঘিরে খড়্গপুরেও উন্মাদনার ছবি ধরা পড়ল। কেউ সন্তানকে কোলে নিয়ে ট্যাবলোর সামনে এসে দাঁড়ালেন। পালস গোলমোলের স্বাদ নিতে লাইনও পড়ল। পথচলতি সাধারণ মানুষ ট্যাবলোর সামনে ভিড় করলেন। পালস গোলমোল খেয়ে একজন বললেন, “একেবারে তেঁতুলের স্বাদ। দারুণ লাগল।” পালস গোলমোলের স্বাদ নিতে নিতেই অন্যজন বললেন, “আমি বাকিদেরও এটা খেতে বলব।” সঙ্গে সবাই উপভোগ করলেন ঢাকের বাদ্যি। পুজো শুরু হতে আর কয়েকদিন বাকি। কিন্তু, তার আগে পুজোয় পালসের ট্যাবলো যে পুজোর আমেজ এনে দিল, তা স্বীকার করছেন সবাই।

 

খড়্গপুর: বাজছে ঢাক। আর সেই ঢাকের তালে পুজোর আমেজ। সঙ্গে পালস গোলমোল। মুখে দিয়েই কারও হাসি ফুটে উঠল। কেউ বললেন, বন্ধুদেরও খাওয়াবেন। কেউ সবাইকে খেতে অনুরোধ করলেন। টিভি৯ বাংলা ও পালস ক্যান্ডির উদ্যোগে পুজোয় পালসের ট্যাবলো ঘিরে এমনই উন্মাদনা দেখা গেল পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে। পালস গোলমোলে মজলেন সবাই।

গত ২ বছরের অভূতপূর্ব সাফল্যের পর এবার পুজোয় পালসের সিজন থ্রি। এবারের থিম গোল কা মোল, গোলের মূল্য। রাজ্যের কোণায় কোণায় পৌঁছে যাচ্ছে পুজোয় পালসের ট্যাবলো। আর সেই ট্যাবলো যেখানেই যাচ্ছে, সেখানে মানুষের উন্মাদনা চোখে পড়ছে। পথচলতি মানুষজন ট্যাবলোর সামনে দাঁড়িয়ে পড়ছেন। পালস গোলমোলের স্বাদ নিচ্ছেন। পুজো শুরুর আগেই যে পুজোর আমেজ এনে দিচ্ছে তেঁতুলের স্বাদে ভরা পালস গোলমোল, সেটা তাঁদের কথা শুনেই বোঝা যাচ্ছে। পুজোয় পালসের ট্যাবলোতে থাকছে হুইলও। সেই হুইল ঘোরালেই মিলছে উপহার।

ট্যাবলো ঘিরে ভিড় সাধারণ মানুষের

পুজোয় পালসের ট্যাবলো ঘিরে খড়্গপুরেও উন্মাদনার ছবি ধরা পড়ল। কেউ সন্তানকে কোলে নিয়ে ট্যাবলোর সামনে এসে দাঁড়ালেন। পালস গোলমোলের স্বাদ নিতে লাইনও পড়ল। পথচলতি সাধারণ মানুষ ট্যাবলোর সামনে ভিড় করলেন। পালস গোলমোল খেয়ে একজন বললেন, “একেবারে তেঁতুলের স্বাদ। দারুণ লাগল।” পালস গোলমোলের স্বাদ নিতে নিতেই অন্যজন বললেন, “আমি বাকিদেরও এটা খেতে বলব।” সঙ্গে সবাই উপভোগ করলেন ঢাকের বাদ্যি। পুজো শুরু হতে আর কয়েকদিন বাকি। কিন্তু, তার আগে পুজোয় পালসের ট্যাবলো যে পুজোর আমেজ এনে দিল, তা স্বীকার করছেন সবাই।